মালদহের রতুয়ার বাহুবলি সেখ ইয়াসিন আবার তৃণমূলে ?


মালদা: মুকুল রায়ের হাত ধরে মালদহের রতুয়ার বাহুবলি সেখ ইয়াসিন আবার তৃণমূলে। আর তা নিয়ে মালদা জেলায় তৃণমূলের আবার গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে। প্রকাশ্যে জেলা সভাপতি আব্দুর রহিম বক্সী ও জেলা তৃণমূলের চেয়ারম্যান সমর মুখোপাধ্যায়ের বিরুদ্ধে তীব্র ক্ষোভ জেলা নেতৃত্বের একাংশের। বিজেপি থেকে তৃণমূলে যোগ দেওয়া শেখ ইয়াসিনের কয়েক হাজার অনুগামীদের ভিড় মালদা টাউন স্টেশনে। অন্যদিকে জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সি ঘোষণা করে দিয়েছেন শেখ ইয়াসিনকে দলে নেওয়া হবে না। শেখ ইয়াসিন বলেন কোন গবেটের হাত ধরে নয় মুকুল রায়ের হাত ধরে দলে এসেছি কে কি বলল, যায় আসে না।

Malda: Bahubali Sheikh Yasin of Ratua in Malda is back in the Trinamool with Mukul Roy’s hand. And with this, the Trinamool’s factional feud in Malda district is again in the open. A section of the district leadership is angry with district president Abdur Rahim Bakshi and district TMC chairman Samar Mukherjee. Hundreds of thousands of followers of Sheikh Yasin, who joined the Trinamool from the BJP, thronged malda town station. On the other hand, District Trinamool President Abdur Rahim Bakshi has announced that Sheikh Yasin will not be included in the party. Sheikh Yasin said, “I have come to the party with the hand of Mukul Roy, not by the hand of any gobet, who said what, it does not matter.

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights