জলাধার থেকেও টাকা দিয়ে কিনে খেতে হচ্ছে জল


মালদা-মালদহ জলাধার থেকেও টাকা দিয়ে কিনে খেতে হচ্ছে জল। পানীয় জলের সংকটের এমনই ছবি মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। অভিযোগ, মেডিক্যাল চত্বরে একাধিক জলাধার থাকলেও বিকল হয়ে পড়েছে। প্রচন্ড গরমের মধ্যে চরম হয়রানির মুখে পড়তে হচ্ছে রোগীর আত্মীয় পরিজনদের। যদিও জল সংকট মেটাতে পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন মালদহ মেডিক্যাল কর্তৃপক্ষ। রাজ্যে পালা বদলের পরে সদর হাসপাতাল থেকে মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে উন্নিত হয়। কর্তৃপক্ষের দাবি, অন্তঃবিভাগে প্রায় দুই হাজার রোগী ভর্তি থাকেন। এ ছাড়া বহির্বিভাগে দৈনিক গড়ে আড়াই থেকে তিন হাজার করে রোগী চিকিৎসার জন্য আসেন। তবে ওয়ার্ডে ওয়ার্ডে এখনও পানীয় জলের পরিষেবা উন্নিত হয়নি। মেডিক্যাল চত্বরে দুটি পানীয় জলাধার রয়েছে। সে জলাধার থেকে জল সংগ্রহ করে ওয়ার্ডে রোগীদের জন্য নিয়ে যান তাঁদের আত্মীয়েরা। এখন জলাধার প্রায় বিকল হয়ে পড়েছে। জলাধারের কলগুলি দিয়ে সুতোর মতো জল পড়ছে। জল সংগ্রহের জন্য পাড়ার কলের মতো লাইন পড়ছে মেডিক্যালেও। রোগীর আত্মীয়দের দাবি, ৩০টাকা দিয়ে জল কিনে খাওয়া সম্ভব নয়। তাই জলাধার সংস্কারের দাবি তুলেছেন রোগীর আত্মীয়া।

Water has to be bought from the Malda-Malda reservoir with money. Such is the picture of drinking water shortage in Maldah Medical College and Hospital. Allegedly, there are several reservoirs in the medical premises but they are broken. Relatives of the patient are facing extreme hardship in the extreme heat. However, the Malda Medical Authority has assured to take steps to solve the water crisis. After the turn in the state, Sadar Hospital was upgraded to Maldah Medical College and Hospital. According to the authorities, about 2000 patients are admitted in the internal department. Apart from this, an average of two and a half to three thousand patients come for treatment in the outpatient department daily. However, drinking water service is still not developed in the ward. There are two drinking reservoirs in the medical premises. He collected water from the reservoir and took it to the patients in the ward by their relatives. Now the reservoir is almost broken. Water trickles through the faucets of the reservoir. Lines are running like neighborhood taps to collect water in medical too. Relatives of the patient claim that it is not possible to buy water for 30 rupees. Therefore, the relatives of the patient have raised the demand for the renovation of the reservoir.

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights