মালদায় এলেন জাতীয় মহিলা কমিশনের তিনজনের প্রতিনিধি দল কেন?


মালদা: দুই নির্যাতিতা মহিলার সাথে দেখা করতে মঙ্গলবার মালদায় এলেন জাতীয় মহিলা কমিশনের তিনজনের প্রতিনিধি দল। প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন রেখা শর্মা। বন্দে ভারত ট্রেনে করে সকাল সাড়ে দশটা নাগাদ মালদায় এসে পৌঁছান জাতীয় মহিলা কমিশনের তিনজনের প্রতিনিধি দল। এরপর তারা সোজা চলে আসেন মালদা সার্কিট হাউসে। সেখানে কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর মানিকচকের উদ্দেশ্যে রওনা হন তারা। মালদার মানিকচকের দুই নির্যাতিতার সাথে দেখা করবেন তারা। তার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মা জানান, এই বিষয়ে এখনই তিনি কিছু বলবেন না। মালদা ২ নির্যাতিত মহিলার সাথে দেখা করতে আজ মালদায় এসেছেন তারা। যেভাবে তাদের বিবস্ত্র করে মারধর করা হয়েছে, খুব লজ্জা জনক ঘটনা। এই দুই নির্যাতিতা মহিলার সাথে দেখা করার পর পুলিশ সুপারের সাথেও দেখা করবেন তারা।

Malda: A three-member delegation of the National Commission for Women (NCW) arrived in Malda on Tuesday to meet two victims. National Commission for Women Chairperson Rekha Sharma was present in the delegation. A three-member delegation of the National Commission for Women arrived in Malda by Vande Bharat train at around 10.30 a.m. Then they went straight to Malda Circuit House. After resting there for a while, they left for Manikchak. They will meet the two victims of Manikchak in Malda. Earlier, talking to reporters, National Commission for Women chairperson Rekha Sharma said she would not comment on the issue right now. They have come to Malda today to meet the Malda 2 victim. The way they were dismembered and beaten up, it’s a shame. After meeting the two victims, they will also meet the Superintendent of Police.

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights