এক সাংগঠনিক আলোচনা সভা / organizational discussion meeting


সুমিত ঘোষ, মালদা: মালদা জেলা দুই লোকসভা আসনের প্রার্থীদের সমর্থনে পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদের সদস্য , বিধায়ক এবং ব্লক সভাপতিদের নিয়ে মালদা টাউন হলে আজ বিকেলে আয়োজন করা হয়েছিল এক সাংগঠনিক আলোচনা সভার। বালুরঘাটের জনসভা শেষ করে পুরাতন মালদার একটি হোটেল থেকে ভার্চুয়ালি এই সাংগঠনিক আলোচনা সভায় অংশ নেওয়ার কথা ছিল মুখ্যমন্ত্রীর‌। কিন্তু আচমকাই এই সাংগঠনিক আলোচনা সভায় এসে উপস্থিত হন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাংগঠনিক আলোচনা সভা শেষে তিনি জানান এটি সাংগঠনিক আলোচনা। মালদার দুটি সিটিই আমাদের জিততে হবে। ভালো করে কাজ করতে হবে একসাথে। দলকে আরো শক্তিশালী করতে হবে জানান মুখ্যমন্ত্রী।

Sumit Ghosh, Malda: An organizational discussion meeting was organized this afternoon at Malda Town Hall with Panchayat Samiti, Zila Parishad members, MLAs and Block Presidents in support of candidates for two Lok Sabha constituencies in Malda district. The Chief Minister was supposed to participate in this organizational discussion meeting virtually from a hotel in Old Malda after completing the public meeting at Balurghat. But suddenly the Chief Minister of the state Mamata Banerjee came to this organizational discussion meeting. At the end of the organizational discussion meeting, he said it was an organizational discussion. We have to win both cities of Malda. Must work well together. The Chief Minister said that the party should be strengthened.

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights