মালদা: লক্ষ্মীর ভাঁড় হাতে নিয়ে অভিনবত্ব মিছিল তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের। শনিবার বিকেলে কাজী গ্রাম অঞ্চলের লক্ষ্মীপুর সহ বিভিন্ন এলাকা জুড়ে দক্ষিণ মালদা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী শাহনাওয়াজ আলী রায়হানের সমর্থনে অনুষ্ঠিত হয় এই মিছিল। কাজীগ্রাম গ্রাম পঞ্চায়েতের সদস্য মাইনুল শেখের উদ্যোগে অনুষ্ঠিত হয় এই নির্বাচনী মিছিল। এদিন এই নির্বাচনী মিছিলে মায়েরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে ৫০০ টাকা থেকে বাড়িয়ে হাজার টাকা করার জন্য ধন্যবাদ জানিয়ে লক্ষ্মীর ভার হাতে নিয়ে মিছিলে অংশ নেন। এছাড়াও কয়েকশো তৃণমূল কর্মী সমর্থক দলীয় ঝান্ডা এবং নীল সাদা এবং সবুজ বেলুন নিয়ে মিছিলে অংশ নিয়েছিল। উপস্থিত ছিলেন মালদা জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ, কাজিগ্রাম অঞ্চলের প্রধান মধুমন্তি কর্মকার, গ্রাম পঞ্চায়েত সদস্য মাইনুল সেখ, জাকির হোসেন সহ অন্যান্যরা।