সুমিত ঘোষ, মালদা: দুই দুটো বিয়ে করেও, মন ভরেনি। তাই আগের ডবল সম্পর্ক লুকিয়ে তিন তিনটি বিয়ে করলেন কীর্তিমান’ সাদিকুল শেখ ‘। স্বামীর এই কুকীর্তি জানার পর তৃতীয় বিয়ের প্রতিবাদ করেছিলেন দ্বিতীয় পক্ষের স্ত্রী। পরিনাম বেধড়ক মারধর। বোনকে মারতে দেখে এগিয়ে আসলে আক্রান্ত দিদিও। আক্রান্ত হয়েছেন তাদের পরিবারের আরো দুইজন সদস্য। আক্রান্ত চার চার জন মালদা মেডিকেলে ভর্তি। ঘটনা ঘিরে তুলকালাম মালদার ইংলিশ বাজার থানার যদুপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের কেষ্টপুর এলাকা। দ্বিতীয় পক্ষের স্ত্রী সাহেদা বিবির অভিযোগ, তার স্বামীর প্রথম পক্ষের স্ত্রী আছে সে জানতো না। বিয়ের পর জানতে পারে তার স্বামীর এটি দ্বিতীয় বিয়ে। যাইহোক সমস্ত কিছু মেনে নিয়ে সংসার করতে শুরু করে সে। বর্তমানে তার তিন ছেলে মেয়ে রয়েছে। কিন্তু গতকাল হঠাৎই তার স্বামী পাটনায় তৃতীয় বিয়ে করে। রাত্রে বিষয়টি জানতে পেরে স্বামীর তৃতীয় বিয়ের প্রতিবাদ করেছিল সে। আর প্রতিবাদ করাই তাকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। তাকে বাঁচাতে এগিয়ে আসলে তার দিদি আয়েশা বিবি, তার ভাগ্নে ফারাজুল শেখ এবং জামাইদা রাজু সেখও মারধর করা হয়। ঘটনায় চারজনই মালদা মেডিকেলে ভর্তি। এই বিষয়ে সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতের স্থানীয় সদস্য সুলতান সেখ জানান, এই ঘটনায় আমরা প্রতিবাদ জানাই। আমরা পরে জানতে পারলাম ওই ছেলের চরিত্র এই রকম। এদিকে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে ইংলিশ বাজার থানার পুলিশ।
বাইট – আক্রান্ত দ্বিতীয় পক্ষের স্ত্রী সাহেদা বিবি।
বাইট – আক্রান্তের দিদি আয়েশা বিবি।
বাইট – স্থানীয় গ্রাম পঞ্চায়েতের সদস্য সুলতান সেখ।
বাইট – সেরিনা বিবি, গ্রামবাসী।