মহিষবাথানে স্থায়ী ব্রিজের চাহিদায় মানুষ


মালদাঃ মাঝখান দিয়ে বয়ে গেছে মহানন্দা নদী। একদিকে পুরাতন মালদা ব্লকের মহিষ বাথান এলাকা। অপরদিকে একপাশে ইংরেজবাজারের নড়হাট্টা গ্রাম পঞ্চায়েত অপরদিকে রতুয়া ২ নম্বর ব্লকের পীরগঞ্জ গ্রাম পঞ্চায়েত। কয়েকশো গ্রামের কয়েক হাজার মানুষ প্রতিদিন এখান দিয়ে যাতায়াত করে। কিন্তু নেই কোন স্থায়ী সেতু। অস্থায়ী বাঁসের সেতু দিয়ে প্রাণের ঝুঁকি নিয়ে পারাপার করতে হয়। যে কোন সময় ঘটতে পারে দুর্ঘটনা। এছাড়া রয়েছে নৌকা পারাপারের ব্যবস্থা। বারবার এলাকাবাসী স্থায়ী পাকা ব্রিজের দাবি জানিয়েছে কিন্তু তাও এখনো পূরণ হয়নি। সামনে দোরগোড়ায় পঞ্চায়েত নির্বাচন মানুষ চায় প্রতিবারের মতো প্রতিশ্রুতি নয় এবার স্থায়ী ব্রিজের ব্যবস্থা যাতে করা হয়। মালদা জেলা পরিষদের পূর্ত কর্মদক্ষ শামসুল হক বলেন ইন্সপেকশন হয়ে গেছে দ্রুত বীজ নির্মাণ করা হবে তবে তা কবে হবে তা কোন স্পষ্ট করে জানাতে পারেননি।

Malda: The Mahananda River flows through the middle. On one side is the Buffalo Bathan area of old Malda block. On the other hand, Narhatta gram panchayat of English Bazar on one side and Pirganj gram panchayat of Ratua 2 block. Thousands of people from hundreds of villages travel through it every day. But there is no permanent bridge. You have to cross through the temporary bamboo bridge at the risk of life. Accidents can happen at any time. There is also a boat crossing system. The locals have repeatedly demanded a permanent pucca bridge but it has not been fulfilled yet. People do not want the panchayat elections at the front door, but a permanent bridge should be arranged this time. Shamsul Haque, public works officer of Malda Zilla Parishad, said the inspection has been done and the seeds will be built soon, but he could not say when it would be done.

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights