মালদা: প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের পরিকাঠামো এর থেকে অনেক ভালো। নামে মাত্র মালদা মেডিকেল কলেজ হাসপাতাল। উন্নয়ণ বলতে কিছুই হয়নি। একটি বেডে দুই জন, তিনজন, অনেক রোগী আবার মেঝেতেও রয়েছে। মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালের উন্নয়নের জন্য কেন্দ্রীয় সরকার ১৫০ কোটি টাকা দিয়েছে রাজ্য সরকারকে। এত টাকা গেল কোথায়? মানুষকে বোকা বানানো হচ্ছে। কেন্দ্রের টাকা লুট করা হচ্ছে। শুক্রবার সকালে মালদা মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করে একরাশ ক্ষোভ উগরে দিলেন উত্তর মালদা কেন্দ্রের বিজেপি সাংসদ খগেন মুর্মু। এদিন সকালে মালদা মেডিকেল কলেজ হাসপাতালের মেল মেডিকেল ওয়ার্ড,ফিমেল ওয়ার্ড, ব্লাড ব্যাংক সহ বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করেন। পরিদর্শনের পর হাসপাতালের উন্নয়ন, পরিকাঠামো এবং বেহাল স্বাস্থ্য ব্যবস্থার বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন।
Malda: The infrastructure of the PRIMARY health centre is much better than this. Malda Medical College Hospital is just in name. There was nothing called development. There are two, three, many patients in a bed and also on the floor. The central government has given Rs 150 crore to the state government for the development of Malda Medical College Hospital. Where did all this money go? People are being fooled. The centre’s money is being looted. Bjp MP from North Malda, Khagen Murmu, visited various wards of Malda Medical College Hospital on Friday morning. In the morning, he visited various wards of Malda Medical College Hospital including Mail Medical Ward, Female Ward, Blood Bank. After the visit, he expressed anger against the development of the hospital, infrastructure and poor health system.