মালদা: ভারত বাংলাদেশ সীমান্তের মহদীপুরে ভাগরতি নদীর তীরে অনুষ্ঠিত হল মিলন উৎসব। অংশ নিল সীমান্তবর্তী এলাকার প্রায় আট টি ক্লাব। তার পাশাপাশি এই প্রথমবারের জন্য অনুষ্ঠিত হল দশেরা উৎসব। বিশিষ্ট সমাজসেবী প্রসেনজিৎ ঘোষের উদ্যোগে এবং মহদিপুর সিএনএফ এজেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সহযোগিতায় আয়োজন করা হয়েছিল এই মিলন এবং দশেরা উৎসবের। প্রাচীন রীতি রেওয়াজ মেনে বিজয় দশমীর রাত্রে ভারত বাংলাদেশ সীমান্তের ভাগীরথী নদীর তীরে অনুষ্ঠিত এই মিলন উৎসবে কয়েক হাজার গ্রামবাসী অংশ নিয়েছিল। বছর বছর ধরে সাম্প্রদায়িক সম্প্রতি বজায় রেখে মিলন উৎসবে গা ভাসাতে দেখা গেল মুসলিম সম্প্রদায়ের মানুষদেরও। ঢাকঢোল বাদ্যযন্ত্র সহকারে মায়ের নিরঞ্জনের আগে বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশ নেই সীমান্তের আট টি ক্লাব। পরে তাদের পুরস্কৃত করা হয়। পাশাপাশি এই প্রথম ভাগরতি নদীর তীরে অনুষ্ঠিত হয় দশেরা উৎসব। অশুভ শক্তির বিনাশ করতে আতশবাজি সহকারে অনুষ্ঠিত হয় রাবণ বধ। উপস্থিত ছিলেন ইংলিশ বাজার পঞ্চায়েত সমিতির সভাপতি লিপিকা বর্মন ঘোষ, বিশিষ্ট সমাজসেবী তথা মহদিপুর সিএনএ এজেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি প্রসেনজিৎ ঘোষ, সম্পাদক ভূপতি মন্ডল সহ অন্যান্যরা। সীমান্তবর্তী মহদীপুর এলাকায় এই প্রথম দশেরা উৎসব দেখতে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়।
Malda: Milan Utsav was held on the banks of Bhagrati river at Mahdipur on the India-Bangladesh border. About eight clubs from the border area took part. Apart from this, this is the first time that Dussehra festival has been held. The milan and Dussehra festival was organized at the initiative of eminent social worker Prasenjit Ghosh and in association with the Mahdipur CNF Agent Welfare Association. Thousands of villagers took part in this milan festival held on the banks of the Bhagirathi river on the Indo-Bangladesh border on the night of Vijaya Dashami, following the ancient customs. Over the years, people from the Muslim community were also seen bathing in the milan festival, maintaining communal harmony. Eight clubs on the border did not take part in the colorful procession before the mother’s niranjan with a drum drum musical instrument. They were later rewarded. Besides, this is the first dussehra festival held on the banks of the Bhagrati river. Ravana’s slaughter is held with fireworks to destroy the evil forces. Lipika Barman Ghosh, president of English Bazar Panchayat Samiti, Prasenjit Ghosh, president of Mahadipur CNA Agent Welfare Association, Bhupati Mondal, secretary and others were present on the occasion. For the first time in the border area of Mahdipur, there is a lot of enthusiasm to see the Dussehra festival.