উৎসবের মরসুমে ফের মায়াপুরের এক হোটেল থেকে উদ্ধার এক মহিলার দেহ। ঘটনায় এলাকায় ছড়ালো তীব্র চাঞ্চল্য।


গোপাল বিশ্বাস, নদীয়া- কার্যত চলছে উৎসবের মরসুম। আর এই সময়ে শনিবার সাত সকালে নদীয়ার মায়াপুরের এক হোটেল থেকে এক মহিলার দেহ উদ্ধারকে ঘিরে ছড়ালো তীব্র চাঞ্চল্য। এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে শনিবার সকাল আনুমানিক সারে আটটা নাগাদ, মায়াপুর ঘট সংগ্লগ্ন পঞ্চায়েত সমিতি পরিচালিত নীলাচল লজের সামনে হোটেল অন্নপূর্ণা লজে। হোটেল কতৃপক্ষ জানান এ দিন সকালে ঘর পরিস্কার করতে গিয়ে বাইরে থেকে ছিটকানি দেওয়া দেখে চলে আসে কিছু পরও একই অবস্থা দেখে ঘর খুলেই দেখেন মহিলা খাটে অচৈতন্য অবস্থায় পরে আছেন, তৎক্ষনাৎ খবর দেওয়া হয় মায়াপুর পুলিশ ফারিতে, খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ, পুলিশ গিয়ে দেহটি উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে জানায়, সামগ্রিক ঘটনা ঘিরে এলাকায় ছড়ায় তীব্র চাঞ্চল্য। পুলিশ ও হোটেল সুত্রে জানা যায় জানা যায় স্বামী স্ত্রী সম্পর্কের পরিচয় দিয়ে গতকাল ঐ হোটেলে ঘর ভারা নেন ঐ দম্পতি। জানা যায় তাদের বাড়ি নদীয়ার ধানতলা এলাকায়, নাম বিদ্যুৎ বিশ্বাস, (৬১+), পিতা কেশবলাল বিশ্বাস ও মিনা বিশ্বাস (৪৩+) সুত্র মারফত আরও জানা যায় ঘটনার পর থেকেই খোজ নেই বিদ্যুৎ বিশ্বাসের। পাশাপাশি সামগ্রিক ঘটনার তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ প্রশাসন।

Gopal Biswas, Nadia – The festive season is practically underway. And at this time, there was a lot of excitement around the recovery of a woman’s body from a hotel in Mayapur, Nadia, on Saturday morning. Such a sensational incident took place on Saturday morning at around eight o’clock at Hotel Annapurna Lodge in front of Panchayat Samiti-run Neelachal Lodge near Mayapur Ghat. The hotel officials said that while cleaning the house in the morning, they came to the house after seeing the same situation and found the woman lying on the bed unconscious. When he was taken to the local hospital, the doctor said that he was dead. There was a lot of excitement in the area around the overall incident. According to the police and hotel sources, the couple booked a room at the hotel yesterday, pretending to be husband and wife. It is known that their house is in Dhantala area of ​​Nadia, name Vidyut Biswas, (61+), father Kesbalal Biswas and Meena Biswas (43+) through sources. Besides, the local police administration has started the investigation of the overall incident.

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights