কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে চিকিৎসা-প্রযুক্তির সমাধান


নিজস্ব সংবাদঃ সম্প্রতি পরিকল্পনা ও উন্নয়ন ক্ষেত্রে উৎকর্ষতার কেন্দ্র গড়ে তোলার লক্ষ্যে মউ চুক্তি স্বাক্ষর করল অ্যাডামাস বিশ্ববিদ্যালয় ও কলকাতা-ভিত্তিক চিকিৎসা প্রযুক্তি সংস্থা স্টেরোভিজ পিক্সেলস প্রাইভেট লিমিটেড। পূর্ব ভারতে ক্রমাগত বাড়তে থাকা অস্ত্রোপচার পরিকল্পনা মডেল ও অন্যান্য সামগ্রীর চাহিদা পূরণের লক্ষ্যই ছিল এই মউ চুক্তির মূল উদ্দেশ্য। অ্যাডামাস বিশ্ববিদ্যালয়ের তরফে এই কেন্দ্রের ব্যবস্থাপনার দায়িত্ব নেওয়া হয়েছে, যেখানে মেড-টেক সংস্থা স্টেরোভিজ পিক্সেলস, কৃত্রিম বুদ্ধিমত্তা মারফত অস্ত্রোপচারের পরিকল্পনা, রোগী-ভিত্তিক প্রতিস্থাপন পদ্ধতি ও আধুনিক চিকিৎসা-প্রযুক্তির বিভিন্ন ধরণ কার্যকরী করে তুলবে। বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর সুরঞ্জন দাসের উপস্থিতিতে এই মউ চুক্তি স্বাক্ষর করেন রেজিস্ট্রার শৌভিক রায় চৌধুরী এবং স্টেরোভিজ পিক্সেলস-এর সিইও সাম্যদীপ রায়।

Adamas University and Steroviz Pixels Pvt. Ltd., a Kolkata-based med-tech start-up recently inked a MoU to establish a Center of Excellence in design and development. The Memorandum of Understanding aimed to meet the growing demand for surgical planning models and other products in Eastern India. The University will host the center, benefiting from Steroviz’s expertise in AI-enabled surgical planning, patient-specific implant design, and modern manufacturing techniques. Professor Shauvik Roy Chowdhury, Registrar, of Adamas University, and Shammodip Roy, CEO, of Steroviz Pixels signed the MoU in the presence of Vice-Chancellor of the University Professor Suranjan Das.

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights