৯ই মে, ২০২৪, কলকাতা: মেডিকা সুপার স্পেশালিটি হসপিটাল, পূর্ব ভারতের অন্যতম প্রধান হসপিটাল চেন, খুবই গর্বিত প্রথমবার কলকাতার ভারতীয় জাদুঘরের সাথে হাতে হাত মিলিয়ে আজ বেসিক লাইফ সাপোর্ট (BLS) সেশন আয়োজন করে। পুরো সেশনের আয়োজন করা হয়েছিল ভারতীয় জাদুঘর প্রাঙ্গণে। ভারতে প্রতি দুই জন হৃদরোগে আক্রান্ত মানুষের মধ্যে একজন উপসর্গ ধরা পড়ার পর হাসপাতালে প্রায় ৪০০ মিনিট পরে পৌঁছন। এর ফলে চিকিৎসার ক্ষেত্রে যেই গুরুত্বপূর্ণ সময় থাকে, অর্থাৎ তিরিশ মিনিট, তা প্রায় তেরো গুণ দেরি হয় বা নষ্ট হয়। মেডিক্যাল প্রফেসনালরা বলেন যে হৃদরোগে আক্রান্ত হওয়ার পর ১৮ মিনিটের বেশি মেডিক্যাল ইন্টারভেনশন এর অভাবে কোন মানুষের দীর্ঘস্থায়ী ক্ষতি হয়ে যেতে পারে অপর্যাপ্ত রক্ত সঞ্চালনের জন্য। এখানেই বিএলএস ট্রেনিংয়ের গুরুত্ব যা মানুষের প্রাণ বাঁচাতে পারে।
এই মডিউল শেখায় মানুষকে কিভাবে জীবন বাঁচানো ক্রিটিক্যাল জীবন বাঁচানোর টেকনিক আয়ত্ত করতে হবে যেমন কার্ডিও পালমোনারি রিসাসিয়েশন (সিপিআর) যা মেডিক্যাল ইমার্জেন্সির ক্ষেত্রে খুব প্রয়োজনীয় এবং রোগীর প্রাণ বাঁচাতে সক্ষম হবে। যদিও এই বিএলএস (BLS) ট্রেনিং কোন প্যারামেডিক বা ডাক্তারের বিকল্প হতে পারে না, তবুও কোন মানুষের শারীরিক অবস্থা আরো খারাপ হয়ে যাওয়া থেকে আটকানোর ক্ষেত্রে জরুরি ভূমিকা নিতে পারে। আজ দুটি সেশনের আয়োজন করা হয়েছিল বেসিক লাইফ সাপোর্টের। প্রথম সেশনটি চলে সকাল ১১টা থেকে দুপুর ১টা অবধি আর দ্বিতীয় সেশনটি হয় দুপুর দুটো থেকে বিকেল চারটে অবধি। দুটি সেশনে যোগদান করেন কুড়ি জন প্রতিযোগী, যেখানে ভারতীয় জাদুঘরের স্টাফ এবং অন্যান্য সদস্যরা যোগদান করেন। এই বিএলএস (BLS) সেশনের লক্ষ্য হল মানুষের মধ্যে আপৎকালীন পরিস্থিতিতে জীবন বাঁচানোর দক্ষতা গড়ে তোলা। এই ক্ষেত্রে স্ট্যান্ডার্ড হিসেবে মেনে নেওয়া হয় আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন (AHA) দ্বারা তৈরী স্ট্যান্ডার্ডকে। এই পুরো বিষয়টিতে নেতৃত্বে ছিলেন ডঃ ইন্দ্রনীল দাস, বিভাগীয় প্রধান, ইমারজেন্সি, মেডিকা সুপার স্পেশালিটি হসপিটাল, যিনি নিজের আমেরিকার ইন্টারন্যাশনাল ভিজিটরশিপ লিডারশিপ প্রোগ্রামের (IVLP) প্রাক্তনী।
এই বিএলএস (BLS) ট্রেনিং এর গুরুত্বের কথা বলতে গিয়ে ডঃ ইন্দ্রনীল দাস বলেন,”নিজেদের কর্মচারীদের বেসিক লাইফ সাপোর্ট (বিএলএস) ট্রেনিং শুধুমাত্র যে জীবন বাঁচায় এমন নয়, তার সাথে সংস্থার মধ্যে একটি সংস্কৃতি চালু করে যেখানে সুরক্ষা ও প্রস্তুতি সবচেয়ে গুরুত্ব পায়। কোন মেডিক্যাল ইমার্জেন্সির সময় একজন প্রশিক্ষিত মানুষ জীবন ও মৃত্যুর মধ্যে ফারাক করে দিতে পারে। নিজেদের ওয়ার্ক ফোর্সের মধ্যে বিএলএস (BLS) কেন্দ্রিক দক্ষতা কাজের জায়গায় অনেক অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সাহায্য করবে। অফিস হোক বা বাড়ি, কোন জায়গায়, কোন মানুষকে কিভাবে ইমারজেন্সি পরিস্থিতি মোকাবিলায় কি করতে হবে, সেই নিয়ে সম্যক ধারণা দেবে। আমরা প্যানডেমিক পরবর্তী যে পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি, সেখানে নিজেদের কর্মচারীদের ভালো কি কিসে হয়, তার পর্যালোচনা করা একান্ত আবশ্যক। এই বিএলএস (BLS) ট্রেনিং প্রোগ্রাম একটি প্রাথমিক ও প্রয়োজনীয় ধাপ এগানো যা সুস্থ ও ভারসাম্য সহ কাজের পরিবেশ তৈরি করার ক্ষেত্রে কার্যকরী ভূমিকা আনতে পারে। মেডিকা গ্রুপ অফ হসপিটালে আমরা বিএলএস (BLS) ট্রেনিংয়ের এই পরিস্থিতি বদল করার ক্ষমতাকে স্বীকৃতি দিই এবং যেভাবে মানুষ ও সংস্থাকে আরো ক্ষমতাশালী করে দিতে পারি যা ফারাক করতে পারে।”
আর উদয়ন লাহিড়ী, ম্যানেজিং ডিরেক্টর, মেডিকা গ্রুপ অফ হসপিটাল, জানান,” ভারতের মত দেশে দেরিতে স্বাস্থ্য পরিষেবা প্রদানের কারণে অনেক সময়েই দেখা গিয়েছে যে কাঙ্খিত নয়, তাই হয়। বিশেষ করে হৃদরোগে আক্রান্ত রোগীদের মধ্যে ৫০% এর ক্ষেত্রে হাসপাতালে পৌঁছতে দেরি হয়ে থাকে। সময়ের মধ্যে বা দ্রুত স্বাস্থ্য পরিষেবা অনেকটাই ফারাক করে দিতে পারে, বিশেষ করে হৃদরোগ অ্যাক্সিডেন্টের মত ইমার্জেন্সির ক্ষেত্রে।
এই বিএলএস ট্রেনিং দিয়ে আমরা মানুষকে রেসপন্ডার হিসেবে প্রশিক্ষিত করি, যাতে অগুনতি মানুষকে বাঁচানো সম্ভব হতে পারে। মেডিকা মানুষকে প্রশিক্ষণ দেওয়ার ক্ষেত্রে দায়বদ্ধ যাতে মানুষকে সংঘবদ্ধ করা যায় এবং জীবন বিপন্ন অবস্থার দ্রুত মোকাবিলা করা সম্ভব হয়। মেডিকা একটি দায়িত্ববান স্বাস্থ্য পরিষেবা প্রদানকারী সংস্থা হিসেবে তাদের সমস্ত কর্মচারী, ক্লিনিক্যাল এবং নন ক্লিনিক্যাল, যার মধ্যে রয়েছে ফ্রন্ট ও ব্যাক অফিস স্টাফ এবং হাউসকিপিং, সিকিউরিটি, কিচেনের কন্ট্রাক্টচুয়াল স্টাফ সহ সকলকে এই ট্রেনিং দেওয়া হয়েছে। এছাড়া আমরা এই ধরনের ট্রেনিং দিয়েছি কর্পোরেট, স্কুল, কলেজ এবং ক্লাবে। সামনের দিনে আমরা এগিয়ে যেতে চাই এই আঙ্গিকে।”
অয়নাভ দেবগুপ্ত, জয়েন্ট ম্যানেজিং ডিরেক্টর, মেডিকা গ্রুপ অফ হসপিটাল, বলেন,”সময়ের মধ্যে স্বাস্থ্য পরিষেবা প্রদান করা ফারাক করে দিতে পারে জীবন ও মৃত্যুর মধ্যে, তবে সেই সুযোগ যে সব সময় থাকে এমন নয়। স্বাস্থ্যের দিক থেকে ইমারজেন্সি বা জরুরি অবস্থা একাধিক হতে পারে, হৃদরোগে আক্রান্ত হওয়া থেকে অ্যাক্সিডেন্ট, আগুন লেগে যাওয়া, শ্বাস প্রশ্বাসের সময় বেশি ধোঁয়া ঢুকে যাওয়া অথবা জলে ডুবে যাওয়ার মত ঘটনা – অনেক ক্ষেত্রেই পেশাদার সাহায্য খুব দরকার পরিস্থিতির মোকাবিলায়। তাই বেসিক লাইফ সাপোর্ট (বিএলএস) ট্রেনিং খুব কার্যকরী ভূমিকা নিতে পারে মেডিক্যাল ক্রাইসিস মোকাবিলার ক্ষেত্রে, যা জীবন বাঁচাতে পারে।” মেডিকা গ্রুপ অফ হসপিটাল সম্পর্কে: মেডিকা গ্রুপ অফ হসপিটাল, পূর্ব ভারতের অন্যতম প্রধান হসপিটাল চেন, একাধিক স্বাস্থ্য পরিষেবা কেন্দ্র বানিয়েছে পূর্ব ভারত জুড়ে শেষ কয়েক বছরে। বর্তমানে এই গ্রুপের উপস্থিতি রয়েছে পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, ওড়িশা এবং আসামে।
9th May, 2024, Kolkata: Medica Super Specialty Hospitals, one of the leading hospital chains in Eastern India, is very proud to organize a Basic Life Support (BLS) session today, for the first time, hand in hand with the Indian Museum, Kolkata. The entire session was organized at the Indian Museum premises. One out of every two people with a heart attack in India reaches the hospital about 400 minutes after symptoms are detected. As a result, the crucial time of treatment, i.e. thirty minutes, is delayed or wasted by about thirteen times. Medical professionals say that more than 18 minutes after a heart attack without medical intervention, a person can suffer long-term damage from inadequate blood circulation. Here is the importance of BLS training which can save lives. This module teaches people how to master life-saving critical life-saving techniques such as cardiopulmonary resuscitation (CPR) which are essential in medical emergencies and can save a patient’s life. Although this BLS training is not a substitute for a paramedic or doctor, it can play an important role in preventing a person’s physical condition from worsening. Two sessions were organized today on Basic Life Support. The first session runs from 11 am to 1 pm and the second session from 2 pm to 4 pm. Twenty participants attended the two sessions, attended by staff and other members of the Indian Museum. The aim of this BLS session is to develop life saving skills in people in emergency situations. The standards developed by the American Heart Association (AHA) are accepted as the standard in this case. The whole thing was led by Dr. Indranil Das, Head, Emergency, Medica Super Specialty Hospital, himself an alumnus of the International Visitor Leadership Program (IVLP) in America.
Speaking about the importance of this BLS training, Dr Indranil Das said, “Basic Life Support (BLS) training to your employees not only saves lives but also instils a culture within the organization where safety and preparedness are paramount. A trained person can make the difference between life and death during a medical emergency. Having BLS skills in your workforce can help you avoid many unpleasant situations in the workplace. Whether it’s at the office or home, what to do in an emergency will give a fair idea about that. In the post-pandemic situation we are going through, it is necessary to review what is good for our employees. This BLS training program is an initial and necessary step forward in a healthy and balanced way that can play an active role in creating an environment. At Medica Group of Hospitals, we recognize the transformative power of BLS training and how to empower people and organizations that can make a difference.” And Udayan Lahiri, Managing Director, Medica Group of Hospitals, said, “In countries like India, delayed delivery of health services has often been seen to be undesirable. Especially, 50% of patients with heart disease are delayed in reaching the hospital. Timely or quick health care can make a big difference, especially in emergencies like cardiac accidents. With this BLS training, we train people to be responders, so that countless lives can be saved. Medica is responsible for training people so that people can mobilize and respond quickly to life-threatening situations. Medica as a responsible healthcare provider provides this training to all their employees, clinical and non-clinical, including front and back office staff and contractual staff in housekeeping, security, and kitchen. Besides, we have given this type of training in corporates, schools, colleges and clubs. This is how we want to move forward in the days ahead.”
Aynabh Devgupta, Joint Managing Director, Medica Group of Hospitals, said, “Timely delivery of healthcare can make the difference between life and death, but that opportunity is not always there. Health emergencies can be multiple. , from heart attacks to accidents, fires, smoke inhalation or drowning – many situations require professional help, so Basic Life Support (BLS) training can be very effective in dealing with medical crises cases, which can save lives.” About Medica Group of Hospitals: Medica Group of Hospitals, one of the leading hospital chains in Eastern India, has built multiple healthcare centers across Eastern India over the last few years. Currently the group has presence in West Bengal, Jharkhand, Odisha and Assam.