করণদিঘীঃ মোহাম্মদ জাকারিয়াঃ উত্তর দিনাজপুর জেলার করণদিঘী ব্লকের রসাখোয়া প্রাইমারি স্কুলের সামনে বিবেকানন্দ আল্ট্রাসাইট ও ডায়াগনস্টিক সেন্টার এর ল্যাব উদ্বোধন হয় বুধবার। এলাকার মানুষদের ভালো চিকিৎসা দেওয়ার জন্য। জানা যায় গ্রামাঞ্চলের লোকজনদের বিভিন্ন দূর দুরন্ত যেতে হয় চিকিৎসার জন্য, সেক্ষেত্রে এলাকার মধ্যে ভালো ডাক্তার দিয়ে ভালো চিকিৎসা করার ব্যবস্থা করা হয়েছে। এখানে যত্ন সহকারে আল্ট্রাসনোগ্রাফি, রক্ত, মল, মূত্র এবং ই.সি.জি.করা হয় এমন কি প্রয়োজনে বাড়ি থেকে নমুনা সংগ্রহ করা হয় বলে জানা যায়। এলাকার কোন অসুস্থ মানুষ যারা আর্থিক ভাবে পিছিয়ে রয়েছে এমন কেউ যদি থাকে তাহলে তাদের বিনামূল্যে পরিষেবা দেওয়ার ব্যবস্থা করা হবে বলেও ডায়াগনস্টিক সেন্টারের কর্তৃপক্ষ জানান। এদিন উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট ডাক্তারগণ ছাড়াও আশা কর্মীরা।
A lab of Vivekananda Ultrasight and Diagnostic Centre was inaugurated in front of Rasakhowa Primary School in Karandighi block of North Dinajpur district on Wednesday. To provide better treatment to the people of the area. It is known that the people of the rural areas have to go far and wide for treatment, in which case arrangements have been made to provide good treatment with good doctors in the area. Here ultrasonography, blood, feces, urine and ECG are done with care, even if necessary samples are collected from home. If there is anyone who is financially backward in the area, arrangements will be made to provide them free services, the authorities of the diagnostic center said. Apart from prominent doctors of the area, ASHA workers were present on the occasion.