মৃন্ময় রায়, মেখলিগঞ্জ:মেখলিগঞ্জ পুরসভার ৬ নং ওয়ার্ডের মেখলিগঞ্জ টাউন উত্তর পাড়া কালী পাড়া ৫ম যোজনা প্রাথমিক বিদ্যালয় দেরি করে খোলায় বিক্ষোভ দেখালেন অভিভাবকরা। মঙ্গলবার সকাল ১০ টা থেকে বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা বিদ্যালয়ের সামনে ভিড় জমালেও বিদ্যালয়ের গেট না খোলায় সমস্যায় পড়ে ছাত্র ছাত্রীরা।এরপরেই ঘটনার কথা অভিভাবকদের কানে পৌঁছতেই বিদ্যালয়ের সামনে ভিড় জমান অভিভাবকরা।বিদ্যালয়ের এক শিক্ষিকা ১১ টা নাগাদ বিদ্যালয়ে প্রবেশ করতে গেলেই বাঁধা দেন অভিভাবকরা।এরপর ১১ টা পেরিয়ে গেলে প্রধান শিক্ষক বিদ্যালয়ে আসেন ও গেট খোলেন। মেখলিগঞ্জ দক্ষিণ চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক (প্রাথমিক) বরুণ বিশ্বাস বিষয়টি দেখার আশ্বাস দিয়েছেন।
