রাজনৈতিক নেতাদেরও পেছনে ফেলে এখন নদীয়ায় চর্চার শিরোনামে “কাঁচালঙ্কা কাকু”/ “Kachlanka Kaku” is now being practiced in Nadia, leaving the political leaders behind.


নদীয়াঃ-গোপাল বিশ্বাস -: শিল্পী নচিকেতার কয়েক দশক আগের গাওয়া এই গানের লাইনগুলোতো সবারই মনে আছে নিশ্চয়ই! এসব ঝামেলায় সময় ছুটে পালায়, চাওকি বয়স ধরে রাখতে পাকছে মাথর চুল, কমে আয়ু নির্ভুল চাওকি যুবক হয়ে থাকতে? তো চলে এসো এই ঠিকানায় ২০১ ধর্মতলায়। তবে এবার সেই ঠিকানায় না গিয়েও নদীয়ার নিজের বাড়িতেই এক অভিনব কান্ড করে রিতীমতো শোরগোল ফেলে দিয়েছে নদীয়ার শেখর সিকদার নামে এক ব্যাক্তি। তবে কোন গান গেয়ে বা ওষুধ আবিষ্কার করে না, কাঁচা লঙ্কা দিয়েই ইতিমধ্যে সোশাল মিডিয়ায় ভাইরাল ওই ব্যাক্তির কীর্তি। নদিয়ার রানাঘাট ২ নম্বর ব্লকের আইসমালি এলাকার বাসিন্দা শেখর সিকদার। তার কথায় বয়স বাড়লেও কমবে না চোখের জ্যোতি। চেহারায় পড়বে না বয়েসের ছাপ। শুধুমাত্র মুখে মাখতে হবে ৫০০ গ্রাম লঙ্কা! খেতে হবে ন্যূনতম ১ কেজি। এতেই নাকি এড়ানো যাবে হৃদরোগ ও স্নায়ুর সমস্যা।

ভাবতে অবাক লাগছে ? না অবাক হওয়ার কিছুনেই এটাই এখন বাস্তবে করে দেখিয়েছেন নদীয়ার শেখর সিকদার। সংবাদ মাধ্যমকে তিনি জানিয়েছেন, প্রতিদিন নিয়ম করে কেজি কেজি লঙ্কা কেনেন তিনি। প্রথমদিকে বিষয়টাকে কেউ বিশেষ গুরুত্ব দেয়নি। পরবর্তীতে নানান প্রশ্ন উঠতে শুরু করে বিক্রেতাদের মনে। তার পর জানা যায় আসল ঘটনা। এত লঙ্কা দিয়ে কী করেন শেখর? এব্যাপারে শেখর বাবু জানান, তিনি বাটা লঙ্কা মুখে মাখেন। খান প্রায় কেজি খানেক। তবে দাম যখন বাড়ে সাধ থাকলেও সাধ্যে কুলোয় না। জিভে ঝাল কিংবা মুখে জ্বলন অনুভব করেন না? শেখর বাবুর পালটা প্রশ্ন, “জ্বলবে কেন, অ্যাসিড নাকি? আর স্বাদ বেশ ভালোই।” তাঁর নিদান, “নিয়মিত কাঁচা লঙ্কা বাটা মুখে মাখলে চেহারায় কোনওদিন বয়সের ছাপ পড়বে না। আর নিয়মিত কাঁচালঙ্কা খেলে অটুট থাকবে চোখের জ্যোতিও ।” শেখর বাবুর বৃদ্ধ মা জানাচ্ছেন, “আগে তো এত সব মেশিনপত্র ছিল না। অনেক বড় সংসার বাংলাদেশে। ঢেঁকিতে শুকনো লঙ্কা গুঁড়ো করে বস্তায়বন্দি করে ঘরে রেখে দিয়েছিলাম। শেখর তখন বছর দুয়েকের। হামাগুড়ি দিয়ে সেই বস্তার কাছে গিয়ে সব শুকনো লঙ্কা বের করে গায়ে মেখে বসেছিল। বাড়িতে তো কান্নাকাটি শুরু। সবাই মিলে দুধ, দই, ঘোল, ঢেলে পরিষ্কার করা হলো। আমরা কেঁদে যাচ্ছি আর ছেলে মুচকি মুচকি হাসছে! তার পর থেকেই একটা দুটো করে লঙ্কা খাই। বড় হওয়ার পর থেকে চুরি করে খেত। এখন তো নিজে আনে নিজেই খায়।” তবে শেখর বাবুর এই কীর্তিতে হতবাক সকলেই। তবে সমাজ মাধ্যমে ভাইরাল হওয়া শেখর বাবুর এই কাজ, ও তার করা দাবী বিজ্ঞান সম্মত বা চিকিৎসা বিজ্ঞানে আদও আছে কিনা তার সন্ধান এখনো আমরা পাইনি, তবে কাঁচালঙ্কার একটা গুণ কমবেশি আছে সবাই জানি, কিন্তু সেটা যে এই গুন তার সন্ধান এখনো আমরা পাইনি।

Nadia:-Gopal Biswas -: Everyone remembers the lines of this song sung by artist Nachiketa decades ago! Time flies in these troubles, do you have bald hair to keep your age, do you want to stay young? So come to this address 201 Dharmatala. But this time, without going to that address, a person named Shekhar Sikdar of Nadia made a strange noise in his own house. However, the feat of that person is already viral on social media, not by singing songs or inventing medicine, but with raw chilies. Shekhar Sikder is a resident of Aismali area of ​​Ranaghat 2nd block of Nadia. In his words, even if the age increases, the brightness of the eyes will not decrease. The impression of age will not fall on the face. Only put 500 grams of pepper in the mouth! Eat at least 1 kg. This can avoid heart disease and nerve problems. Surprised to think? Not surprisingly, Nadia’s Shekhar Sikder has shown this in practice. He told the media that he regularly buys kilos of chili every day. At first no one paid much attention to it. Later, various questions started arising in the mind of the sellers. After that the real incident is known. What does Shekhar do with so much chili? In this regard, Shekhar Babu said that he used to spread batter and chili in his mouth. Eat about 1 kg. However, when the price increases, it is not affordable. Do not feel burning in the tongue or burning in the mouth? Shekhar Babu’s question is, “Why does it burn, acid or not? And the taste is quite good.” His diagnosis, “If you apply raw chili paste regularly on your face, you will never get the impression of age. And if you eat raw chili regularly, your eyes will also be bright.” Shekhar Babu’s old mother says, “Earlier, there were not so many machines. We had a big family in Bangladesh. I used to grind dried chillies and keep them in sacks. Shekhar was two years old at that time. He crawled to the sack and took out all the dried chillies and sat on his body. Crying started at home. Milk, curd, and ghee were poured together. We are crying and smiling since then! He used to steal and eat since he grew up. But everyone is shocked by this feat of Shekhar Babu. However, this work of Shekhar Babu, which has become viral in the social media, and his claim is scientifically or medically based, we have not yet found out whether there is a quality of green onion. Everyone knows, but we have not yet found this quality.

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights