নদীয়া রানাঘাট উত্তর-পশ্চিম বিধানসভার ফুলিয়া বেলেমাঠের বাচ্চু ঘোষ নামে বছর ৩৩ এর এক যুবক অফিস যাবার নামে আজ আট দিন ধরে নিখোঁজ। কোথায় কি অবস্থায় আছে জানতে না পেরে দুশ্চিন্তায় গোটা পরিবার। শান্তিপুর থানায় পুলিশের শরণাপন্ন অসুস্থ বাবা মা। এ টি এম এ টাকা ভরা ও দেখভালোর দায়িত্বে থাকা সোর্স ভ্যালু ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড নামে একটি বেসরকারি সংস্থার রানাঘাট অফিসে সে কর্মরত। ২৪ শে ফেব্রুয়ারি সকালে অফিস যাবার নাম করে বেরোনোর পরে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। তার ফোনও সুইচ অফ। সেই কাহিনী ব্যক্ত করছেন তার বাবা-মা।
Bachchu Ghosh, a 33-year-old man from Phulia Belemath in Nadia Ranaghat North-West Assembly constituency, has been missing for eight days on the pretext of going to office. The whole family is worried as they do not know where they are. The ailing parents approached the police at Shantipur police station. He is working at the Ranaghat office of a private company named Source Value India Private Limited, which is in charge of filling and looking after the ATMA money. He can no longer be found after leaving on the morning of February 24 in the name of going to office. His phone is also switched off. His parents tell the story.