টানা ১০ দিন ধরে নিখোঁজ উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী


মালদাঃ কালিয়াগঞ্জ, কালিয়াচকের পর এবার মালদার গাজল, টানা ১০ দিন ধরে নিখোঁজ উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী। বাড়ি থেকে ওই ছাত্রীকে অপহরণ করে নিয়ে যাওয়া হয়েছে বলে অভিযোগ। বারবার গজল থানায় অভিযোগ জানালেও কোন লাভ হচ্ছে না। অসহায় হয়ে পড়ে আছে পরিবার। তাদের আশঙ্কা কালিয়াগঞ্জ বা কালিয়াচকে দুই নাবালিকার সাথে যে ঘটনা ঘটেছে এই পরিস্থিতির শিকার হতে না হয় ওই ছাত্রীকে। গোটা বিষয়কে নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন উত্তর মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মু। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন আদিবাসী সংগঠনের নেতারা তৃণমূলের রাজ্য কমিটির সহ-সভাপতি কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী বলেন পুলিশ যদি কাজ না করে উচ্চতর কর্তৃপক্ষ দেখবে। আমরা গোটা বিষয়টা মানবিকতার সাথে দেখছি।।Malda: Kaliaganj, after Kaliachak, this time Maldar Ghazal, missing for 10 consecutive days higher secondary examination candidate. It is alleged that the student was abducted from the house. Repeated complaints to Ghazal police station are of no avail. The family is helpless. They fear that the girl should not be subjected to the situation that happened with two minors in Kaliaganj or Kaliach. North Malda BJP MP Khagen Murmu has expressed his anger over the whole matter. He raised questions about the role of the police. The leaders of tribal organizations have expressed their anger about the role of the police. Trinamool state committee vice-president Krishnandu Narayan Chowdhury said that if the police do not work, higher authorities will look. We are looking at the whole matter with humanity.

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights