বিজয়া দশমীর মিষ্টিমুখ—-


করিমপুরঃ আজ নদীয়ার করিমপুরে ৭৭ নম্বর বিধানসভার বিধায়ক বিমলেন্দু সিংহ রায়ের নেতৃত্বে মিষ্টিমুখ করানো হলো জনগণকে। এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের এক নম্বর ব্লক সভাপতি আশীষ চট্টোপাধ্যায়, দুই নম্বর ব্লকের, সভাপতি রেজাউল হালসানা সহ অন্যান্য নেতৃবৃন্দ। বিধায়ক মহাশয় প্রয়াত তৃণমূল নেতা চির মণ্ডলের প্রতি বিশেষ শ্রদ্ধা জ্ঞাপন করেন তার ভাষণে। শিশু শিল্পী প্রাঞ্জলের উপস্থিতি দেখা যায় এই অনুষ্ঠানে।

Karimpur: In Karimpur of Nadia, people were given sweets under the leadership of Mla Bimalendu Singha Roy of 77th Assembly constituency. Trinamool Congress Block 1 President Ashish Chatterjee, Block 2 President Rezaul Halsana and other leaders were present on the occasion. In his speech, the MLA paid special tributes to the late Trinamool leader Chir Mandal. Child artist Pranjal was present at the event.

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights