মনি স্কোয়ার এ অনুষ্ঠিত হচ্ছে ৭ থেকে ১৪ এপ্রিল “দা ম্যাজিক অফ ৭১”


ইন্দ্রজিৎ আইচ : মাত্র ৭১ টাকায় ভুঁড়ি ভোজ? হ্যা, সামনেই পয়লা বৈশাখ ১৪৩০ । সেই উপলক্ষে বাংলার নতুন বছরে ভোজন রসিক বাঙালিদের জন্যে মনি স্কোয়ার নিয়ে এলো “দা মনি বৈশাখী ব্লাস্ট – দা ম্যাজিক অফ ৭১”। ভেজ ও ননভেজ নানা ধরনের খাবার পাওয়া যাবে মাত্র ৭১ টাকায়। সকাল ১১ টা থেকে রাত ১১ টা পর্যন্ত। এই বিষয়ে এক সাংবাদিক সম্মেলনে মনি স্কোয়ার এর মনি গ্রুপের প্রধান সুদর্শনা গাঙ্গুলি জানালেন প্রতি বছরের মতন এবারও ৭ থেকে ১৪ ই এপ্রিল মনি স্কোয়ার বাংলা নববর্ষ উপলক্ষে মাত্র ৭১ টাকায় নানা ধরণের আমিষ বা নিরামিষ খাবার পাওয়া যাবে। যেমন চাউমিন, মোগলাই, চিলি চিকেন, চা,কফি, সরবৎ থেকে হাক্কা চাউ, মোমো, বিরিয়ানি, ধোশা, ইডলি, ফিশ কাটলেট, চিলি চিকেন। সেই সব খাবারের আজ প্রমোশন হয়ে গেলো বাইপাস মনি স্কোয়ারের ফুড কোর্টে।  উপস্থিত ছিলেন মডেল মাধবীলতা মিত্র, ফ্যাশন ডিজাইনার তেজস গান্ধী, ইন্দ্রনীল মুখোাপাধ্যায়, লোপামুদ্রা মন্ডল, সায়ন্তনী গুহঠাকুরতা, জন সেনগুপ্ত সহ আরো অনেক ব্যাক্তিবর্গ।এর দেরি নয়, আপনারা মাত্র ৭১ টাকা দিয়ে মনি স্কোয়ারের তিনতলায় ফুড কোর্ট এ বিভিন্ন খাবারের স্বাদ আস্বাদ গ্রহণ করুন আগামী আটদিন।

Indrajit Aich: Bhundi bhoj for only 71 taka? Yes, the first Baisakh 1430 is ahead. On the occasion of the Bengali New Year, Moni Square brought “The Moni Baisakhi Blast – The Magic of 71” to Bengali foodies. Veg and non-veg variety of food is available for just 71 taka. From 11 am to 11 pm. In a press conference on this matter, Sudarshana Ganguli, head of Money Square’s Money Group, said that like every year, from April 7 to 14 on the occasion of Money Square Bangla New Year, a variety of non-vegetarian and non-vegetarian dishes will be available for just 71 taka. Like Chowmin, Moghlai, Chilli Chicken, Tea, Coffee, Sarabat to Hakka Chow, Momo, Biryani, Dhosha, Idli, Fish Cutlet, Chilli Chicken. All those foods were promoted today at the food court of Bypass Money Square. Model Madhavilata Mitra, fashion designer Tejas Gandhi, Indranil Mukhopadhyay, Lopamudra Mandal, Sayantani Guthakurta, John Sengupta and many other personalities were present. It is not too late, you can enjoy the taste of various dishes at the food court on the third floor of Money Square for just 71 rupees for the next eight days.

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights