ভগবান শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের ২১৩ তম আবির্ভাব বর্ষ উপলক্ষ্যে সারা ভারত মতুয়া মহাসংঘ দক্ষিণ দিনাজপুর জেলা কমিটির পরিচালনায় ও ব্যবস্থাপনায় বালুরঘাট শহরের রঘুনাথপুরে বিজয়শ্রীর নামাডাঙ্গাতে ১৯শে মার্চ বুধবার ও ২০শে মার্চ বৃহস্পতিবার দুইদিনব্যাপী বিরাট মাতুয়া মহাসম্মেলন মহোৎসব ও শোভাযাত্রা অনুষ্ঠিত হচ্ছে। আজ এই অনুষ্ঠানের দ্বিতীয় দিনে মতুয়া মহাসংঘের সদস্য ও ভক্তদের উপস্থিতিতে বিরাট ধর্মীয় শোভাযাত্রা শহর পরিক্রমা করে।
