Karimpur: করুণাময়ীতে চাকরির দাবিতে গণতান্ত্রিকভাবে শান্ত আন্দোলনকে অশান্ত করার জন্য পুলিশ মন্ত্রী হাজার পুলিশ দিয়ে নির্মম অত্যাচার করে তার প্রতিবাদে ৭৭ করিমপুর বিধানসভায় যুব মোর্চার নেতৃত্বে এক ঘন্টা ত্রিশ মিনিট রাস্তা অবরোধ হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন নদিয়া উত্তর সাংগঠনিক জেলার যুব মোর্চার সহ-সভাপতি গৌতম শিকদার মন্ডল যুব মোর্চার সভাপতি শুভ মন্ডল বিধানসভার কনভেনার মৃগেন কুমার বিশ্বাস এবং ভারতীয় জনতা পার্টির একনিষ্ঠ কর্মীগণ। অবরোধ হয় করিমপুর বাসস্ট্যান্ডে। এই ঘটনায় যান চলাচল ব্যাহত হয়।
Karimpur: In 77 Karimpur Assembly, a road blockade was blocked for one hour and thirty minutes under the leadership of The Yuva Morcha in protest against the brutal torture of the police minister with thousands of policemen to disturb the democratically peaceful movement demanding jobs in Karunamoyee. The programme was attended by Gautam Shikdar Mandal, vice-president of The Youth Morcha of Nadia North Organisational District, Shuvo Mandal, convener of the Assembly, Mrigen Kumar Biswas, convener of the Legislative Assembly, and loyal workers of the Bharatiya Janata Party. Karimpur bus stand was blocked. Traffic movement was disrupted in the incident.