মোহাম্মদ জাকারিয়াঃ ডালখোলা INTTUC র পক্ষ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় কৃষি মন্ত্রী গিরিরাজ সিং এর কুশপুতুল দাহ করে বিক্ষোভ প্রদর্শন করা হয় শুক্রবার উত্তর দিনাজপুর জেলার ডালখোলা পুর্ণিয়া মোড়ে! ডালখোলা শহর INTTUC সভাপতি আবদুল হালিম জানান তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জীর নেতৃত্বে পশ্চিমবঙ্গের বঞ্চিত শ্রমিকদের ১০০ দিনের কাজের টাকা ও আবাস যোজনার পাওনা বকেয়া টাকার দাবীতে দিল্লীর যন্তর-মন্তরে শান্তিপূর্ণ অবস্থানে কেন্দ্র সরকার ও দিল্লী পুলিশের আক্রমণের প্রতিবাদে অবস্থান বিক্ষোভ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় কৃষি মন্ত্রী গিরিরাজ সিং-এর কুশপুতুল দাহ করা হয়।
INTTUC এর উত্তর দিনাজপুর জেলা সভাপতি শেখর দাস জানিয়েছেন ১০০দিনের কাজের টাকা ও আবাস যোজনার পাওনা বকেয়া টাকার দাবীতে দিল্লীর যন্তর-মন্তরে শান্তিপূর্ণ অবস্থানে কেন্দ্র সরকার ও দিল্লী পুলিশের আক্রমনের প্রতিবাদে আজ ডালখোলা পুর্ণিয়া মোড়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় কৃষি মন্ত্রী গিরিরাজ সিং এর কুশপুতুল দাহ করা হয়।
Mohammad Zakaria: On behalf of Dalkhola INTTUC, Prime Minister Narendra Modi and Union Agriculture Minister Giriraj Singh protested by burning flower petals on Friday at Dalkhola Purnia intersection in North Dinajpur district! Dalkhola City INTTUC President Abdul Halim said that under the leadership of Trinamool Congress General Secretary Abhishek Banerjee, the protest was held in protest against the Central Government and Delhi Police’s attack on a peaceful position in Delhi’s Jantar-Mantar to demand 100 days of work money and housing scheme dues of the deprived workers of West Bengal and Prime Minister Narendra Modi and Central Agriculture. Effigies of Minister Giriraj Singh were cremated. INTTUC Uttar Dinajpur District President Shekhar Das said effigies of Prime Minister Narendra Modi and Union Agriculture Minister Giriraj Singh were burnt today at the Dalkhola Purnia intersection in protest against the Central Government and Delhi Police’s attack on a peaceful stand at Jantar-Mantar in Delhi demanding 100 days of work money and housing scheme dues.