মালদার হবিবপুর ব্লকে বিজেপির আন্দোলন


টেন্ডার প্রক্রিয়া বাতিলের প্রশাসনিক সিদ্ধান্তের প্রতিবাদে মালদার হবিবপুর ব্লকে বিজেপির আন্দোলন। হবিবপুর বিডিও অফিসে বিডিওকে ঘিরে বিজেপির পঞ্চায়েত সমিতির সভাপতি সহ অন্যান্য সদস্যদের বিক্ষোভ। বিক্ষোভ চলল প্রায় চার ঘন্টা ধরে। যদিও শেষমেশ বিডিওর আশ্বাসে বিক্ষোভ প্রত্যাহার করা হয় বলে জানা গেছে। ঘটনার সূত্রপাত গত জানুয়ারি মাসে হবিবপুর পঞ্চায়েত সমিতির একটি টেন্ডারকে ঘিরে। জানা গেছে, ২৮টি সোলার লাইটের জন্য বিজেপি পরিচালিত হবিবপুর পঞ্চায়েত সমিতি প্রায় ২৮ লক্ষ টাকার একটি টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন করে। সেই টেন্ডার প্রক্রিয়া নিয়েই তৃণমূলের পক্ষ থেকে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তোলা হয়। এবং তৃণমূলের পক্ষ থেকে জেলা প্রশাসনের কাছে টেন্ডার বাতিলের দাবী জানিয়ে অভিযোগপত্র জমা দেওয়া হয়। তার ভিত্তিতে জেলা প্রশাসন সম্প্রতি সেই টেন্ডার প্রক্রিয়া বাতিলের নির্দেশ দেয় বলে জানা গেছে। এর প্রতিবাদেই এদিন বিজেপি পরিচালিত হবিবপুর পঞ্চায়েত সমিতির সভাপতি সুখীরানা সাহা, পঞ্চায়েত সমিতির, পূর্ত কর্মাধ্যক্ষ অচিন্ত্য কুমার সরকার সহ অন্যান্য সদস্যরা মিলে হবিবপুর বিডিও অফিসে গিয়ে বিডিও মনোজ কাঞ্জিলালকে ঘিরে বিক্ষোভ দেখান। এবং টেন্ডার প্রক্রিয়া বাতিলের আগে তদন্তের দাবী জানান তারা। এই প্রসঙ্গে হবিবপুর পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা পিযুষ মন্ডলকে ধরা হলে তিনি বলেন, বিজেপি পরিচালিত হবিবপুর পঞ্চায়েত সমিতি নিয়ম মেনে টেন্ডার করেনি। প্রায় ২৮ লক্ষ টাকার কাজের টেন্ডার অনলাইনে করার কথা থাকলেও অফ লাইনে করেছে। সেই কারণেই তারা জেলা প্রশাসনের কাছে অভিযোগ জানিয়েছিলেন। সেই অভিযোগের ভিত্তিতেই জেলা প্রশাসন টেন্ডার বাতিল করেছে। যদিও এই বিষয়ে হবিবপুরের বিডিও মনোজ কাঞ্জিলাল কোন মন্তব্য করতে চাননি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights