আগামী ১৩ ই মে শুক্রবার মুক্তি পাবে “রিষ”


ইন্দ্রজিৎ আইচ্ঃ বহুদিন বাদে আবার একটা ভুতের ছবি আসতে চলেছে প্রীতম চাটার্জীর পরিচালনায়। ছবির নাম হলো ” রিষ “। সম্প্রতি বাই পাশের ধারে বিলাস বহুল হোটেলে এক সাংবাদিক সম্মেলনে হয়ে গেলো ছবির মিউজিক ও ট্রেলার লঞ্চ। এক সাংবাদিক সম্মেলনে পরিচালক প্রীতম চ্যাটার্জী জানালেন মাত্র ৯ দিনের শুটিং এ ২ ঘন্টা ১০ মিনিটের ছবিটি করেছি। সম্পূর্ণ ভুতের ছবি এটা। কলকাতায় পুরো ছবির শুটিং হয়েছে। আমার প্রথম ছবি রিষ। এই ছবির কাহিনী, চিত্রনাট্য ও লিরিক দেবারতি ভৌমিক। অভিনয় করেছেন সৌরভ দাস, দর্শনা বণিক, রুমকি চট্টোপাধ্যায়, চান্দ্রেয়ী ঘোষ, অমিতাভ চ্যাটার্জী সহ আরো অনেকে। চিত্র গ্রহণ সুদীপ দত্ত। সম্পাদনা অশোক দোলুই। ছবির সংগীত পরিচালনা করেছেন সুপ্রিয় সোম।এই ছবিতে গান আছে দুটি। গান গেয়েছেন রুপম ইসলাম, পটা ও সিধু। থিঙ্কট্রাঙ্ক এন্টারটেইনমেন্ট ও চ্যাটার্জী ফিল্মস নির্মিত রিষ মুক্তি পাবে ১৩ ই মে শুক্রবার। সকলেই খুব আশাবাদী যে এই ছবি দেখার জন্য আবার আগের মতন সিনেমামোদি দর্শকরা আবার হলমুখো হবে। এইদিন ছবির ট্রেলার ও মিউজিক লঞ্চে সকল কলাকুশলী ও সংগীত শিল্পীরা উপস্থিত ছিলেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights