নিজস্ব প্রতিবেদনঃ প্রচারের শেষ দিনে মিঠুন চক্রবর্তীর হাত ধরে বিজেপিতে যোগদান করলেন নদীয়ার রানাঘাট লোকসভা কেন্দ্রের বর্তমান তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারীর স্ত্রী স্বস্তিকা ভুবনেশ্বরী। শনিবার রানাঘাট লোকসভা কেন্দ্রের প্রচারের শেষ দিন। এদিন নদীয়ার তাহেরপুর হাই স্কুল ময়দানে রানাঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী জগন্নাথ সরকারের সমর্থনে নির্বাচনী প্রচার ও জনসভার আয়োজন করা হয়, সেখানেই উপস্থিত ছিলেন জগন্নাথ সরকার, বিজেপির একাধিক নেতৃত্ব সহ মহাগুরু মিঠুন চক্রবর্তী। আর এদিনের জনসভার মঞ্চে মহাগুরু মিঠুন চক্রবর্তীর হাত ধরে বিজেপিতে যোগদান করলেন স্বস্তিকা ভুবনেশ্বরী। যিনি নিজেকে রানাঘাট লোকসভা কেন্দ্রের বর্তমান তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারীর স্ত্রী বলে দাবী করেন। এদিন বিজেপিতে যোগ দিয়ে মুকুট মনি অধিকারীর বিরুদ্ধে তীব্র কটাক্ষ করে বলেন মুকুট মণি অধিকারী একজন লোভি, যেখানে জগন্নাথ সরকার জন দরদী, লোভি কেউ সাংসদ হতে পারেনা। পাশাপাশি তিনি আরও বলেন মুকুট মনি অধিকারী একজন প্রতারক ওনাকে কেও একটি ভোটও দেবেন না, আমি যেভাবে প্রতারিত হয়েছে তা বলার নয়, সামাজিক সকৃতি দিতে চান নি মুকুট মনি অধিকারী, তিনি একজন ফ্রড, প্রতারক তাই আপনারা কেউ প্রতারিত হবেন না,পাশাপাশি তিনি বিদায়ী সাংসদ জগন্নাথ সরকারকেও বিপুল ভোটে জয়ী করার আহবান জানান