অধীরের গলায় সিপিএমের উত্তরীয়,এবার অধীরের মনোনয়নে সেলিমের গলায় হাত চিহ্ন আঁকা উত্তরীয় উঠবে কি? গুঞ্জন জেলা জুড়ে


রাজেন্দ্র নাথ দত্ত:মুর্শিদাবাদ : লোকসভা ভোটের আবহে এই প্রথম বার এক ফ্রেমে এলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী এবং সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। মুর্শিদাবাদের সিপিএম প্রার্থী সেলিমের মনোনয়ন পেশের নির্ধারিত কর্মসূচি ছিল। অধীর আগেই জানিয়েছিলেন, তিনি সেলিমের মনোনয়ন জমা দেওয়ার কর্মসূচিতে থাকবেন। বৃহস্পতিবার তিনি শুধু রইলেনই না, প্রদেশ কংগ্রেস সভাপতির গলায় শোভা পেল সিপিএমের নির্বাচনী প্রতীক কাস্তে-হাতুড়ি -তারা ছাপা উত্তরীয়। কার্যত সেলিমের ‘কমরেড’ হয়েই তাঁর পাশে রইলেন অধীর। যিনি লড়ছেন মুর্শিদাবাদের পাশের আসন বহরমপুর থেকেই। মুর্শিদাবাদে ভোট গ্রহণ আগামী ৭ মে। অধীরের কেন্দ্রে ১৩ মে ভোট হবে। বহরমপুরের কংগ্রেস প্রার্থী আরও দু’-তিন দিন পরে মনোনয়ন জমা দেবেন। সেখানে থাকার কথা সেলিমেরও। বৃহস্পতিবার মনোনয়ন জমা দিয়েছেন জঙ্গিপুরের কংগ্রেস প্রার্থী মোর্তাজা হোসেন (বকুল)-ও। ফোনে ফোনে জোটের কথা সেরে নিয়েছেন তাঁরা। মুখোমুখি বৈঠক ছাড়াই বাংলায় অন্তত ৩৯টি আসনে (এখনও পর্যন্ত) বাম-কংগ্রেসের বোঝাপড়া স্পষ্ট হয়ে গিয়েছে। কিন্তু প্রার্থিতালিকা ঘোষণা, প্রচার— কোনও পর্বেই দুই শিবিরের দুই সর্বোচ্চ নেতাকে এর আগে একসঙ্গে দেখা যায়নি। দুই দলের জেলা স্তরের নেতারা চাইছিলেন দু’জন একসঙ্গে যৌথ কর্মসূচিতে থাকলে নিচুতলায় জোট নিয়ে কর্মীদের জড়তা কাটবে। অবশেষে এক ফ্রেমে দেখা গেল সিপিএম এবং কংগ্রেসের দুই শীর্ষ নেতাকে। তবে কৌতূহল রইল অধীরের মনোনয়নে সেলিমের গলায় হাত চিহ্ন আঁকা উত্তরীয় ওঠে কি না তা নিয়ে গুঞ্জন শুরু হয়েছে ।

Rajendra Nath Dutta: Murshidabad: Pradesh Congress President Adhir Chowdhury and CPM State Secretary Mohammad Salim came together for the first time in the atmosphere of Lok Sabha polls. CPM candidate Salim from Murshidabad had scheduled nomination papers. Adhir had already said that he would be in the process of submitting nominations for Selim. Not only did he remain on Thursday, but the CPM’s electoral symbol of hammer-sickle-star-printed northerners adorned the neck of the state Congress president. Adhir was practically Selim’s ‘comrade’ by his side. Who is contesting from the Baharampur seat next to Murshidabad? Voting in Murshidabad will be held on May 7. Polling will be held on May 13 in Adhir Centre. The Congress candidate from Baharampur will file his nomination after another two to three days. Salim is also supposed to be there. Jangipur’s Congress candidate Mortaza Hossain (Bakul) also submitted his nomination on Thursday. They discussed the alliance over the phone. In at least 39 seats in Bengal (so far) without a face-to-face meeting, the Left-Congress understanding has become clear. But the two top leaders of the two camps have not been seen together before in any episode of the announcement of the candidate list, the campaign. The district-level leaders of the two parties wanted to break the inertia of the workers with a grassroots alliance if the two were together on a joint programme. Finally, two top leaders of CPM and Congress were seen in one frame. However, there is curiosity about whether or not Selim’s hand mark on the neck of Adhir’s nomination is the answer.

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights