নিজস্ব সংবাদদাতা:মুর্শিদাবাদ: গরমের দাপট বাড়তেই ক্রমশ নামছে গঙ্গার জলস্তর। মুর্শিদাবাদ জেলা বাসীর জন্য রোজ প্রায় ৫১৫০ লক্ষ গ্যালন পরিস্রুত জল উৎপাদন করে জল সরবরাহ বিভাগ। যার পুরোটাই গঙ্গা থেকে তোলা হয়। কিন্তু জলস্তর নেমে যাওয়ায় পরিস্রুত জল উৎপাদন করা কঠিন হয়ে দাঁড়িয়েছে। জল সরবরাহ দফতরের এক কর্তা বলেন, ‘‘গঙ্গার জলস্তর যে হারে নামছে, তাতে মুর্শিদাবাদ জেলার শহরবাসী জল অপচয় বন্ধ না করলে আগামী দিনে জলসঙ্কট হতে বাধ্য।’’ বেলডাঙা, রঘুনাথগঞ্জ, জঙ্গীপুর, ফরাক্কা, সামশেরগঞ্জ, ধুলিয়ান, বহরমপুর জল প্রকল্পে জল পরিশোধন করে তা সরবরাহ করা হয়। এর জন্য গঙ্গা থেকে রোজ প্রায় ২৬২০ লক্ষ গ্যালন জল তোলা হয় । জল সরবরাহ দফতরের এক আধিকারিকের কথায়, ‘‘চলতি বছরে গঙ্গার জলস্তর উল্লেখযোগ্য হারে নামছে। আগামী দিনকয়েক তাপমাত্রা এমনই থাকলে গঙ্গা থেকে জল তুলে পরিশোধন করাটাই ভীষণ কঠিন হয়ে পড়বে।’’সাধারণ মানুষের প্রতি মুর্শিদাবাদ জেলার কান্দী মহকুমার খড়গ্রাম ব্লকের মুর্শিদাবাদ বালিয়া প্রেরণা ফাউন্ডেশন স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যদের পক্ষ থেকে আবেদন, যে কোনও উপায়ে জলের অপচয় বন্ধ করতে হবে। যে সংযোগে জল বাড়িতে ঢুকছে, সেখানে অধিকাংশ সময়ে নজরদারির অভাবে জল উপচে পড়ে নিকাশি নালায় বয়ে যায়। এবং এই অপচয় ঠেকাতে সংযোগকারী স্থানে ‘বল কক’ লাগালে জলের অপচয় বন্ধ করা যায়।আবার ছাদের উপরের জলাধারে জল ভর্তি হয়ে যাওয়ার পরেও অনেক সময়ে নজরদারির অভাবে জল পড়ে যায়। বাড়িতে যেখানে জল সরাসরি ঢুকছে, সেই কল খোলা থাকার জন্যও অপচয় হয়।এ ক্ষেত্রে ট্যাপ বসালে জলের অপচয় এড়ানো যায় বলে স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা জানান।জল সরবরাহ দফতর সূত্রের খবর, গরম বাড়তেই শহরের সংযুক্ত এলাকা জলের চাহিদা খুব বেড়েছে। পুরসভা ওই সমস্ত এলাকায় অতিরিক্ত জলের গাড়ি পাঠাচ্ছে। অনেক জায়গায় পরিস্রুত জলে গাড়ি ধুয়ে জলের অপচয় করা হচ্ছে। এটা শীঘ্রই বন্ধ না করলে বিপদ আসন্ন। ওই দফতর জানাচ্ছে, রোজ শহরে জলের অপচয়ের পরিমাণ অনেক বেশি। বাড়ির জলাধার উপচে পড়া বা কলের মুখ খোলা থাকার মতো কারণে যেমন এই অপচয় হয়, তেমনই রাস্তার জলের কল খুলে রাখার জন্যও হয়। পাশাপাশি, শহরের বিভিন্ন জায়গায় রাস্তায় জলের পাইপে ফাটল থাকার জন্যও অপচয় হচ্ছে। অপচয় রোধ করার জন্য প্রতিদিন জেলার বিভিন্ন জায়গায় সচেতনতা শিবির ক্যাম্প করা হচ্ছে মুর্শিদাবাদ বালিয়া প্রেরণা ফাউন্ডেশনের পক্ষ থেকে। ছোট ছোট পথনাটিকা, ছবি আঁকা, দেওয়াল লিখনের মাধ্যমে সচেতন করা হচ্ছে সংস্থার পক্ষ থেকে।রাস্তার জলের কলের ভাঙা মুখ গুলো খুলে নতুন কলের মুখ চাবি সহ লাগানো হয়েছে সংস্থার সদস্যদের উদ্যোগে। মুর্শিদাবাদ জেলার বাসিন্দারা সাধুবাদ জানিয়েছেন এই উদ্যোগকে।