রাজেন্দ্র নাথ দত্ত:মুর্শিদাবাদ : রং দিয়ে যেন না যায় চেনা— দোলের আবির কিনতে গিয়ে কার্যত এমনই মনোভাব অনেক বাসিন্দার। ভোটের মরসুমে রাজনীতির রং যাতে গায়ে না লাগে, সে নিয়ে সতর্ক সাধারণ নাগরিকদের অনেকে। তাই লাল, সবুজ বা গেরুয়ার পরিবর্তে অন্য রঙের দিকে ঝুঁকেছেন তাঁরা। তবে রাজনৈতিক দলগুলির নেতা-কর্মীরা দলের রঙের আবিরই কিনছেন বলে জানান তাঁরা।ছোট-বড় বাজারে আবিরের পসরা সাজিয়ে বসেছেন বিক্রেতারা। কিনতে ভিড় জমছে। বিক্রেতাদের দাবি, ক্রেতাদের অনেকেই এ বার আবিরের রং নিয়ে খুব সাবধানি। লাল, সবুজ বা গেরুয়ার মতো যে সব রং বিশেষ রাজনৈতিক দলের ছাপ বহন করে, সেগুলি কেনায় খানিক অনীহা দেখা যাচ্ছে তাঁদের। বরং, তাঁরা মজেছেন হলুদ, বেগুনি, হালকা গোলাপি বা আকাশি রঙের আবির কেনায়।বহরমপুর বাজারে এক দল যুবক বলেন, ‘‘রাজনৈতিক দলের সম্পর্কযুক্ত রং দিয়ে খেলতে চাই না।’’ বহরমপুর কাশিমবাজার ত্রিনয়নী নৃত্য একাডেমীর শিক্ষিকা অ্যানি দে বলেন, ‘‘আবিরের রঙে এ বার কিছু পরিবর্তন এনেছি। লাল-সবুজ-গেরুয়া ছাড়া আলাদা রঙের আবিরে রং খেলা হবে।’’ এক স্কুলের শিক্ষিকার কথায় , ‘‘এ বার আমার পছন্দ হলুদ আবির।’’
বাজারের আবির বিক্রেতা আনসার সেখ, সোমনাথ চট্টোপাধ্যায়রা বলেন, এ বার বেশি বিকোচ্ছে হলুদ আবির। তার পরে বেগুনি ও আকাশি রঙের আবির কিনছেন ক্রেতারা। রাজনৈতিক দলগুলির নেতা-কর্মীরা অবশ্য জানান, তাঁরা নিজেদের দলের রঙের আবির কিনছেন। এখন আবিরের ভাল জোগান থাকায় মজুতও করে রাখছেন।বিজেপির জেলার নেতারা বলেন, ‘‘আমরা গেরুয়া আবিরেই দোল খেলব। ভোটে আমরাই জিতব, তাই আবির মজুতও করে রাখব।’’
ভোটের ফল কী হবে, তা নিয়ে ভাবছেন না সিপিএমের জেলার নেতৃত্বরা বলেন, ‘‘লাল আবিরই বেশি পছন্দের। কিন্তু অন্য রঙের আবির নিয়েও ছুতমার্গ নেই।’’ তৃণমূলের কর্মীও সমর্থকরা বলেন, ‘‘আমাদের প্রথম পছন্দ সবুজ আবির। দলের বিজয় মিছিলই হোক বা অন্য কোনও অনুষ্ঠান, সবেই সবুজ আবির খেলা হয়। তবে এখন নীল রঙের আবিরও বাজার মাতাচ্ছে। সেটাও এ বার খেলা হবে।
Rajendra Nath Dutt: Murshidabad: Don’t be recognized by color – this is practically the attitude of many residents while buying Dole Abir. Many ordinary citizens are careful not to let the color of politics take over during the election season. So instead of red, green or ocher, they are leaning towards other colors. However, they said that the leaders and workers of political parties are buying Abir in the color of the party. The sellers have arranged Abir’s stalls in the small and big markets. There is a crowd to buy. The sellers claim that many of the buyers are very careful about the color of Abir this time. Colors like red, green or ochre, which bear the imprint of a particular political party, show some reluctance to buy them. Rather, they are happy to buy yellow, purple, light pink or blue colored Abir. A group of youths in Baharampur market said, “I don’t want to play with colors related to political parties.Baharampur Kasimbazar Trinayani Dance Academy teacher Annie De said, “This time I have made some changes in the color of Abir. Apart from red-green-ocher, colors will be played with different colored Abir.” In the words of a school teacher, “This time I like the yellow Abir.”
Ansar Sekh, Abir seller of the market, Somnath Chattopadhyaya said, this time, more yellow Abir is being sold. After that, customers are buying purple and blue colored Abir. Leaders and workers of political parties, however, said that they are buying their party’s color. Now Abir has a good supply and is keeping it stockedThe district leaders of BJP said, “We will play the ocher swing. We will win the polls, so we will also keep Abi in stock.
The district leaders of CPM are not thinking about the result of the vote and said, “Lal Abi is preferred.” But there is no problem with other colorsTrinamool workers and supporters said, “Our first choice is Sabuj Abir.” Whether it’s the team’s victory procession or any other event, the green jersey is sported. But now blue color Abir is also hitting the market. That will also be played this time