কলকাতাঃ ১০ ই সেপ্টেম্বর কলকাতা প্রেসক্লাবে আয়োজিত হলো সংগীতশিল্পী চিন্ময় লাহিড়ী ও বাংলার রাগ প্রধান গান বলছি তোমায় স্মৃতিচারণ তুলে দেওয়া হয় জনসম্মুখের কাছে। এছাড়া ২৫ শে সেপ্টেম্বর রবীন্দ্রসদনে মদন মন্দিরের তরফ থেকে একটি সংগীত অনুষ্ঠান আয়োজন করা হয়। এছাড়া ঐদিন পন্ডিত চিন্ময় লাহিড়ীর উপরে একটি ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেল লঞ্চ করা হবে। তারই সূচনা হয়ে গেল আজকে কলকাতা প্রেস ক্লাবে। আজকের এই মুখ্য অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুত্র পন্ডিত শ্যামল লাহিড়ী, পুত্রবধূ বিদেশী মন্দিরা লাহেড়ী, পন্ডিত পরিমল চক্রবর্তী, অমল মুখার্জি, বিশিষ্ট সঙ্গীত শিল্পী শ্রীরাধা বন্দোপাধ্যায়, সৈকত চট্টোপাধ্যায়, সুস্মিতা গোস্বামী, রাজীব চক্রবর্তী, শুভ্রজ্যোতি গুহ আরো অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ ।
Kolkata: On September 10, the Kolkata Press Club organized a program to present the memories of singer Chinmoy Lahiri and the main song of Bengal’s raga. Besides, on September 25, a music program was organized by Madan Mandir at Rabindra Sadan. Besides, a website and YouTube channel on Pandit Chinmoy Lahiri will be launched on the same day. It started today at the Calcutta Press Club. Today’s main event was attended by son Pandit Shyamal Lahiri, daughter-in-law Videsh Mandira Laheri, Pandit Parimal Chakraborty, Amol Mukherjee, eminent singer Sriradha Bandopadhyay, Saikat Chattopadhyay, Sushmita Goswami, Rajib Chakraborty, Subhrajyoti Guha and many others.