নবদ্বীপে অনুষ্ঠিত হলো জ্ঞাaন গীতা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান


নদীয়া, নবদ্বীপঃ আজ বিকেল তিনটেয় নবদ্বীপ  পোড়ামাতলা মহানাম মঠে মারওয়ারী সংস্থা শঙ্খনাদ স্মরসতা মিশনের উদ্যোগে গীতার পরীক্ষায় কৃতকার্য ছাত্র ছাত্রীদের পুরস্কার বিতরণী ও সার্টিফিকেট প্রদান করা হয়। জানা যায় এই প্রতিযোগিতা মূলক পরিক্ষাটি ২০১৯-২০ সালে অনুষ্ঠিত হয়েছিল,  তারপর কোভিডের কারনে পুরস্কার বিতরণী সহ পরবর্তী পরিক্ষার আয়োজন করা হয়নি। সম্প্রতি বিভিন্ন পুজো অনুষ্ঠান পর্ব মেটার পর এ দিন এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।  এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠন এর একাধিক  সদস্যরা, সহ নবদ্বীপের বিভিন্ন মঠ মন্দিরের সাধু সন্তরাও।
Nadia, Nabadwip: At 3:00 pm today, at the initiative of Marwari Organization Shankhnad Smarasata Mission, prize distribution and certificates were given to the students who passed the Gita examination at Nabadwip Poramatala Mahanam Math. It is learned that this competitive examination was held in 2019-20, after which the next examination, including prize distribution, was not organized due to Covid. The award ceremony was held on this day after completing various puja ceremonies recently.  Several members of the organization, including saints and seers of various monasteries of Nabadwip, were also present on the occasion.

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights