গোপাল বিশ্বাস, নদীয়া- রাজ্যের মূখ্য মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর নির্দেশে রাজ্য জুড়ে শুরু হয়েছে বেআইনি ভাবে বসা হকারদের উচ্ছেদ সহ সরকারের জামি জায়গা খলি করার কাজ। আর যা নিয়ে কার্যত প্রতিদিনই রাজ্যের কোথাও না কোথাও চলছে বিক্ষোভ প্রতিবাদ আন্দোলন। তবুও মূখ্য মন্ত্রীর নির্দেশে চলছে সরকারি জায়গা খালি করার কাজ। সেখানে ব্যাবসায়ীক প্রতিষ্ঠান হোক বা বসত বাড়ি বুলডোজার দিয়ে ভেঙেফেলা হচ্ছে প্রশাসনের তরফে। রাজ্যে থেকে জেলা শহর সব জায়গার ছবিটা একই। তেমনিভাবে ব্যাতিক্রমি নয় নদীয়ার প্রাচীন জনপদ নবদ্বীপ শহরও। নবদ্বীপে পৌরসভার তরফে ইতিমধ্যে শহরের বিভিন্ন এলাকায় সরকারি জায়গাকে দখল মুক্ত করতে একাধিক হপদক্ষেপ নিতে দেখা গেছে। কোথাও কোথাও বিক্ষোভের মুখে পরলেও সরকারি নির্দেশে মেনে চলছে কাজ। এবার শহরের ১নং ওয়ার্ডে মালঞ্চ পাড়ার ভাগার, তথা চন্দ্র কলোনী সহ বিস্তর্ন এলাকা সরকারি জায়গা দখল মুক্ত ও ভাগারে সরকারি প্রকল্পের কাজে নেমেছে পৌরসভার তরফে। আর যা নিয়ে সম্প্রতি উত্তাল নবদ্বীপ। জানা যায় ঐ এলাকাটিতে কমবেশি আনুমানিক শতাধিক পরিবারের বসবাস, ও শহরের একটি সামাজিক সংগঠন এর অবৈতনিক পাঠশালাও রয়েছে। আর ঐ এলাকার কিছুটা জমি রেল দপ্তরের অধিনে আর কিছুটা রাজ্য সরকারের। সুত্রের খবর সম্প্রতি পৌরসভার তরফে রাজ্য সরকারের জমিতে বসবাস কারীদের জমি খালি করার নির্দেশ দেওয়া হয়েছে, ও ভাগারে সরকারি প্রকল্পের কাজও শুরু হবে তাও ঘোষণা করা হয়েছে। জানা যায় বর্তমানে ভাগাড়ে সরকারি প্রকল্পের কাজ যে এলাকা জুড়ে হবে তার মধ্যে কমবেশি আনুমানিক ২০ টি বাড়ি পরছে। সামগ্রিক ভাবে গোটা এলাকায় দীর্ঘদিন ধরে বসবাস করার পর উচ্ছেদের নোটিশে দিশেহারা পরিস্থিতি সকলের।নাওয়া খাওয়া ভুলে তাদের এখন একটাই চিন্তা মাথর ওপরের ছাদটা কিভাবে রক্ষা করবো। জানা যায় উচ্ছেদের নোটিশ পাবার পর স্থানীয় দের মধ্যেই কেঔ বা কারা যোগাযোগ করে APDRএর সদস্যদের সাথে, পরবর্তী সময়ে APDRA এর সদস্যরা যোগাযোগ করে ও , তাদের পাসে থেকে তাদের পুণর্বাসনেরদাবীতে লড়াই করারও আশ্বাস দেন তারা, এমতাবস্থায় গত ৩০/০৭/২০২৪ তারিখ মঙ্গলবার দুপুরের APDR এর সদস্য ও স্থানীয়রা মিছিল করে নবদ্বীপ পৌরসভায় ডেপুটেশন দিতে যান। আর যা নিয়ে কার্যত ধুন্ধুমার কান্ড ঘটে নবদ্বীপ পৌরসভায়। যা নিয়ে আন্দোলনকারী ও নবদ্বীপ পৌরসভার তরফে একে অপরের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ জানান। মঙ্গলবারের ঘটনা প্রসঙ্গে APDR নেত্রী মাতুলি নাগ সরকার বলেন মঙ্গলবার পৌরপতির ঘরে আমি ও স্থানীয় এক মহিলা তার সাথে কথা বলতে ও ডেপুটেশন দিতে গেলে আমাদের অপমানিত ও গালিগালাজ করেন শ্লীলতাহানিও করা হয় বলে দাবী করেন তিনি, আর বৃহস্পতিবার দুপুরে গত মঙ্গলবারের পৌরসভার চেয়ারম্যানের ঘরে ডেপুটেশন চলাকালীন চেয়ারম্যান ও কাউন্সিলরদের দ্বারা এপিডিআরের নেতৃসহ আন্দোলনকারীদের হেনস্থার প্রতিবাদে, বস্তিবাসীদের জমির পাট্টা দেওয়ার দাবি সহ উচ্ছেদের বিরুদ্ধে নবদ্বীপ পৌরসভায় গণবিক্ষোভ অবস্থানের কর্মসূচী গ্রহন করে APDR। এদিনের APDR এর কর্মসূচীতে উপস্থিত ছিলেন সংগঠনের জেলা রাজ্য কেন্দ্রীয় কমিটির বিভিন্ন নেতৃত্ব, কর্মীসমর্থক সহ মালঞ্চ পাড়া ভাগার সংগ্লগ্ন এলাকার বস্তিবাসীরাও। কোনোরকম অপ্রতিকর ঘটনা এড়াতে পৌরসভার গেটে সকাল থেকেই মোতায়েন ছিলো বিশাল পুলিশ বাহিনী। এদিনও তারা বৃষ্টি মাথায় নিয় মিছিল করে পৌরসভার সামনে উপস্থিত হয় সেখানেই চলে বিভিন্ন স্লোগান, পাশাপাশি কিছু সময় পুলিশ প্রশাসনের আধিকারিক দের সাথেও বচসায় জরাতে দেখা যায় সংগঠনের নেতা কর্মীদের। এদিনের কর্মসূচী থেকে আন্দোলন কারীরা একাধারে যেমন সরকারের উন্নয়নকে মান্যতা দেয় পাশাপাশি বস্তুিবাসদের উচ্ছেদের বিরুদ্ধে প্রতিবাদ জানায় ও পুনর্বাসনেরও জোরালো দাবী করে।
এদিন সংগঠনের নেতৃত্ব মৌতুলি নাগ সরকার বলেন বস্তিবাসীদের স্বার্থে, সাধারণ মানুষের জীবন জিবিকার স্বার্থে আমরা যেভাবে বিগত দিনে লড়াই করেছি আজও তাই করছি, আমাদের মূল দাবী বস্তিবাসীদের উচ্ছেদ করা যাবে না, তাদের পাট্টা দিতে হবে সাথে গত মঙ্গলবার পৌরপতি ঘরে আমাদের যে ভাবে হেনস্তা করা হয়েছে তার দোষীদের দৃষ্টান্ত মূলক শাস্তি, পাশাপাশি তিনি আরও জানান মঙ্গলবার ঘটনা নিয়ে নবদ্বীপ থানায় আমরা লিখিত অভিযোগ দায়ের করেছি IC নবদ্বীপ থানা আমাদের জানিয়েছেন তদন্ত করে কেস নাম্বার দেবেন তবে আদও তা হবে কিনা জানি না, তবে আমরা সাত দিন দেখবো কিছু না হলে আদালতের দারস্থ হবো। সামগ্রিক ঘটনা প্রসঙ্গে তিনি জানান বিগত দিনে আমরা বহু এমন উচ্ছেদের বিরুদ্ধে আন্দোলন করেছে আমাদের সংগঠন, সেখানে জয়ও হয়েছে সেই অভিজ্ঞতা থেকেই এই পদক্ষেপ সাথে তিনি আরও বলেন বস্তিবাসীরা যতক্ষন চাইবে আমরা আন্দোলনে আছি আর তারা না চাইলেও এই আন্দোলন আমরা চালিয়ে যাবো।
সামগ্রিক ঘটনা প্রসঙ্গে নবদ্বীপ পৌরসভার পৌরপিতা বিমান কৃষ্ণ সাহা বলেন মূখ্য মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই কাজ চলছে, ইচ্ছে করে কেও ঝামেলা করলে কিছু করার নেই, পাশাপাশি তিনি আরও জানান গত যারা প্রকৃত বস্তিবাসী তারাতো কেও আসছে না, তাহলে এরা কেন আসছে, যে কোন কিছু নিয়ম মেনে করলে কোন সমস্যাই তৈরি হয় না,
গত মঙ্গলবার হঠাৎ করে কয়েক জন মহিলা এসে ডেপুটেশন দেবে আমি কেন তার কথা শুনবো! আমরা তো শুনলাম তাদের বাড়িও এখনে নয়, যাদের সমস্যার কথা উনি বলছেন তারা তো কেউ আসছেন না, পাশাপাশি তিনি আরও বলেন গত মঙ্গলবার ওই মহিলা তো পারলে আমাকে মারতেও উদ্ধৃত হয়ে উঠেছিল।
আসলে এদের কিছু নেই প্রচারে থাকার চেষ্টা, আমরা ইতিমধ্যে বলেছি পুনর্বাসন দেওয়া হবে, শুধু এখানে নয় শহরে ইতি মধ্যে হাজারের ওপরে হকারদের পুনর্বাসনের বয়াবস্থা করা হয়েছে। যদিও সুত্রের খবর মালঞ্চ পাড়া চন্দ্র কলোনী,ভাগার সংগ্লগ্ন এলাকার একাংশ মানুষের পৌরসভার থেকে দেওয়া পুনর্বাসনের প্রস্তাবকে সাধুবাদ জানিয়ে স্বাগত জানিয়েছে ইতিমধ্যে, আর কিছু বাকীরা বিক্ষোভের পথে হেঁটেছে, যদিও ওই এলাকায় অবৈতনিক পাঠশালার দায়িত্বে থাকা পৃথিবী ফাউন্ডেশন নামক সামাজিক সংগঠনের দাবী এখনো সে ভাবে আমাদের কাছে কিছু নোটিশ আসে নি, তবে যদি সরকারের জায়গা ছেড়ে দিতে হয় তাহলে সত্যি আমাদের সমস্যা হবে, তারা জানায় শহরের অন্যতম প্রত্যন্ত এলাকা এটি এই এলাকার শিষুদের শিক্ষা সহ বিভিন্ন সামাজিক কাজে ও সাংস্কৃতিক মনস্ক করে তোলার লক্ষ্যে আমরা এই জায়গায় এই পাঠশালাটি খুলেছিলাম, পাশাপাশি প্রত্যহ রাতে নবদ্বীপ ধাম রেল স্টেশন সহ শহরের শতাধিক ভবঘুরে দের খাবারও ড্রিষ্টিবিউশন করি আমাদের সংগঠনের থেকে আর তারও যাবতীয় কাজ এই জায়গা থেকেই করা হয়, এখন ঘরটা ভেঙে দিতে হলে যতদিন বিকল্প কিছু বয়াবস্থ না হবে ততদিন হয়তো আমাদের কর্মসূচীগুলোও বন্ধ রাখতে হবে, সব মিলিয়ে সরকারি নির্দেশ ও উন্নয়নের ঘোষণায় মাথাগোজার ছাদ নিয়ে যেমন চিন্তায় ঐ এলাকার পরিবার সহ সামাজিক সংগঠন তেমনই বস্তিবাসীদের নিয়ে আন্দোলনে উত্তাল নবদ্বীপ। এখন এটাই দেখার অভিযোগ পাল্টা অভিযোগ সহ আন্দোলন বিক্ষোভ কে দুরে সরিয়ে এই সাধারণ মানুষ গুলোর কি ব্যাবস্থ হয়।