গোপাল বিশ্বাস , নদীয়া- বুধবার বিকেলে নবদ্বীপ শহর জুড়ে তোলপাড় হয়েছিল তৃণমুল -বিজেপির হাতাহাতির ঘটনায়, সেই ঘটনায় আহত হয়েছে দলের সিনিয়র নেতৃত্ব তথা ১৪ নং ওয়ার্ডের সভাপতি সহ কয়েকজন দলীয় কর্মী ও আহত হয়েছে মহিলা কাউন্সিলরও, এরই প্রতিবাদে প্রতিবাদ জানিয়ে ও ঘটনায় দোষীদের শাস্তির দাবীতে বৃহস্পতিবার আনুমানিক বিকেল পৌনে পাঁচটায় নবদ্বীপ শহরের অন্যতম প্রাণকেন্দ্র রাজাবাজার মোড় এলাকা থেকে নবদ্বীপ শহর তৃণমূল যুব কংগ্রেসের ডাকে এক ধিক্কার ও প্রতিবাদ মিছিলের আয়োজন করে। যা শহরের একাধিক গুরুত্বপূর্ণ পথ ঘুরে পুনরায় রাজাবাজার মোড় এলাকায় শেষ হয়। এদিনের এই মিছিলে উপস্থিত ছিলেন নবদ্বীপের পৌর পতি বিমান কৃষ্ণ সাহা, ছিলেন শহর যুব তৃণমূলের সভাপতি সুজিত সাহা সহ মহিলা তৃণমূল কংগ্রেসের বিভিন্ন নেতৃত্বের পাশাপাশি ছিলেন শহরের বিভিন্ন ওয়ার্ডের জনপ্রতিনিধী ও কয়েক হাজার তৃণমূল কংগ্রেস ও শাখা সংগঠনের কর্মী সমর্থক। জানা যায় নবদ্বীপ শহরের বিভিন্ন এলাকায় বিজেপির তরফে গ্যাসের সংযোগের সাথে আধার নং সংযুক্তিকরনের কাজ করছে, গত মঙ্গলবার ২নং ওয়ার্ডের কাউন্সিলর অনুরাধা মন্ডল সেই কর্মসূচীর অনুমতি বা বিষয়ে জানতে গেলে বাকবিতন্ডায় জরায় বিজেপির নেতৃত্ব দের সাথে, গতকাল পুনরায় শহরের বাঁধরোড এলাকায় একই ভাবে আধার সংযুক্তি করার কাজ করতে যায় বিজেপি সেখানেই দু পক্ষের মধ্যে শুরু হয় বচসা ঘটনা গড়ায় হাতাহাতিতে ও আহত হন বেশ কয়েকজন।
এই ঘটনা ঘিরে গতকালই উভয় পক্ষই দোস চাপিয়েছে উভয়ের দিকে আর দলীয় কর্মী সহ মহিলা কাউন্সিলারের ওপর চড়াও হওয়া, মারধরের অভিযোগ তুলে শহর জুড়ে মিছিল করে নবদ্বীপ শহর যুব তৃণমূলের তরফে। এদিনের এই কর্মসূচী থেকে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে পৌর পতি বিমান কৃষ্ণ সাহা বলেন ওরা কে KYC করানোর? সারা দেশ জুড়ে এভাবে বিজেপি সাধারণ মানুষের গোপনীয়তা জানার মাধ্যমে লুট করছে, নবদ্বীপেও এটা করছে, আসলেই বিজেপি রাস্তায় নামে,
পাশাপাশি তিনি আরও জানান গ্যাস হলো পেট্রোলিয়াম দপ্তরের তথা কেন্দ্রীয় সরকারের অধীনস্হ সংস্থা, তারা,ডিলারদের এই KYC করানোর জন্য অনুমোদন বা বলবে, সেখানে বিজেপি কে? এরই সাথে বিজেপির তরফে সাংসদ জগন্নাথ সরকার এর প্যাডে জেলা বিজেপি নেতৃত্ব আনন্দ দাসের নামে অথরাইজ করার যে দাবী করেছে সে প্রসঙ্গে বলগে গিয়ে তিনি বলেন এটা সম্পুর্ন টাই সরকারি বিষয়, জগন্নাথ সরকারের নয় যে এটা তিনি করতে পারে। পাশাপাশি এদিনের মিছিলে বিজেপির বিরুদ্ধে একাধিক স্লোগান দেয় তৃণমূলের তরফে, পাশাপাশি শহরবাসীর আধারের নথির নিরাপত্তা নিয়েও ঝাঁজাল স্লোগান দেয় তৃণমূলের তরফে। তবে এদিনের যুব তৃণমূলের প্রতিবাদী মিছিলে কর্মী সমর্থকদের উপস্থিতি ছিলো যথেষ্ট চোখে পড়ার মতো।
Gopal Biswas, Nadia- On Wednesday afternoon, there was commotion across Navadwip town due to Trinamool-BJP clash, in which the senior leadership of the party and some party workers including the president of Ward No. 14 and female councilors were also injured. On Thursday at around 5:30 PM, Navadwip town organized a dhikka and protest march on the call of Trinamool Youth Congress from Rajabazar Mor area, one of the heart centers of Navadwip city. Which goes around several important roads of the city and ends at the Rajabazar Mor area. Nabadwip Mayor Biman Krishna Saha, City Yuva Trinamool President Sujit Saha along with various leaders of Mahila Trinamool Congress were present in this procession along with representatives of various wards of the city and hundreds of supporters of Trinamool Congress and branch organizations. It is known that BJP is working to link Aadhaar number with gas connection in different areas of Nabadwip city. Last Tuesday, Ward 2 councilor Anuradha Mondal got into a heated argument with the BJP leadership when asked about the permission of the program. When the BJP went there, quarrels started between the two parties and several people were injured.
Around this incident yesterday, both sides blamed both parties and the women councilors along with party workers were marched across the city on behalf of Navadwip City Youth Trinamool. Mayor Biman Krishna Saha said who they are going to do KYC? All over the country like this BJP is looting by knowing the privacy of common people, it is also doing it in Nabadwip, in fact BJP is on the streets, Besides, he also said that gas is an organization under the petroleum department and the central government, they will approve or tell the dealers to do this KYC, who is the BJP there? At the same time, talking about the demand of MP Jagannath Sarkar on behalf of BJP to authorize district BJP leadership in the name of Anand Das, he said that it is a complete government matter, not Jagannath Sarkar’s that he can do it. Apart from this, the Trinamool raised several slogans against the BJP in this day’s march, and the Trinamool raised slogans about the security of Aadhaar documents of the city dwellers. However, the presence of activist supporters in the Youth Trinamool protest march was quite noticeable.