নদীয়ার শান্তিপুরে গঙ্গা ভাঙ্গন কাজ খুব শীঘ্রই শুরু হবে, নির্বাচনী সভা থেকে বার্তা বিধায়কের


গোপাল বিশ্বাস -ঃনদীয়া-ঃ নদীয়ার শান্তি পুরে গঙ্গা ভাঙ্গন কাজ খুব শীঘ্রই শুরু হবে, নির্বাচনী সভা থেকে এমনি বার্তা দিলেন নব নির্বাচিত বিধায়ক। এদিন শান্তিপুর পৌরসভার 16 নম্বর ওয়ার্ডের তৃনমুল কংগ্রেসে পার্থীর সমর্থনে শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি বিন্দাবন প্রামাণিক এর নেতৃত্বে এক কর্মীসভার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন শান্তিপুরের বিধায়ক ব্রজকিশোর গোস্বামী এবং তৃণমূল কংগ্রেসের একাধিক নেতৃত্ব বৃন্দ। সভায় বক্তব্যে বক্তারা শান্তি পুর শহরের 16 নম্বর ওয়ার্ডের বিভিন্ন সমস্যার সমাধানের কথা বলেন। বিধায়ক ব্রজকিশোর গোস্বামী তিনি জানান 16 নম্বর ওয়ার্ডের তথা শান্তি পুর শহরের দীর্ঘ দিনের সময়্যা গঙ্গা ভাঙ্গন, তার কাজ খুব শীঘ্রই শুরু হবে। এবং খুব তাড়াতাড়ি 16 নম্বর ওয়ার্ডের পাশাপাশি এলাকার চাষীদের দীর্ঘ দিন থেকে হয়ে আসা একটি বড় সমস্যার সমাধানের কথা জানান তিনি। দীর্ঘদিন ধরে গোটা শহরের ড্রেনের জল 16 নম্বর ওয়ার্ডের চাষের জমিতে চলে আসায় চাষীদের প্রচুর ক্ষতি হতো। আজ এই কর্মীসভায় বিধায়ক ব্রজকিশোর গোস্বামী জানান খুব তাড়াতাড়ি জল পরিশোধন করার ব্যবস্থা করে ভাগীরথী নদীতে ফেলা হবে এতে যা টাকা খরচ পড়বে বিধায়ক তহবিল থেকে বিধায়ক তহবিল থেকে তিনি খরচ করবেন বলে জানান। এতে এলাকার চাষিরা খুবই উপকৃত হবেন বলে জানান। পাশাপাশি ওয়ার্ডের দলীয় প্রার্থীর জয়ের বিষয়েও আশাবাদি বলে জানান।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights