নদীয়ায় আবারও অ্যাসিড হামলা!! আক্রান্ত এক


গোপাল বিশ্বাস,নদীয়া : ফের একবার নদীয়ায় ঘটেগেল আ্যসিড হামলা। অ্যাসিড হামলায় গুরুতর আহত হলেন এক ব্যক্তি। ঘটনার জেড়ে তীব্র চাঞ্চল্য এলাকায়। ঘটনাটি ঘটেছে নদীয়ার কৃষ্ণগঞ্জ থানার মাজদিয়ার রেল কলোনিতে। জানা যায় পুরনো টাকা-পয়সার লেনদেন নিয়ে এই ঘটনার সূত্রপাত। স্থানীয় সুত্রে জানা যায় এলাকার মুদিখানা ব্যবসায়ী তাপস সিংহ রায় গতকাল তার পাওনা টাকা চাইতে হারাধন বিশ্বাস নামক ব্যক্তির বাড়িতে গেলে তখন, বচসা হয় তাদের মধ্যে।
এরপর তার বাড়িতে হারাধন বাবুর ছেলে সুমন বিশ্বাস এবং জামাই সোমনাথ সিংহ রায় প্রথমে তার ওপরে হাতুড়ি নিয়ে চড়াও হয় ,এরপরে জামাই সোমনাথ স্থানীয় সোনার দোকানে কর্মরত হওয়ায় তার বাড়িতে থাকা এসিড ছুড়ে মারেন তাপস সিংহ রায়ের ওপর । এরপর তিনি চিৎকার করতে থাকলে স্থানীয়রা এসে আহত তাপস বাবু কে প্রথমে কৃষ্ণগঞ্জ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে তার স্বাস্থ্যের অবনতি হলে তাকে সঙ্গে সঙ্গে স্থানান্তরিত করা হয় কৃষ্ণনগর শক্তিনগর জেলা হাসপাতালে। ।

অভিযোগের ভিত্তিতে কৃষ্ণগঞ্জ থানার পুলিশ এসে হারাধন বিশ্বাসের জামাই এবং ছেলেকে গ্রেফতার করে।
গোটা এলাকায় তৈরি হয় চাঞ্চল্য।

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights