গোপাল বিশ্বাস, নদীয়া- রবিবার নবদ্বীপ শহরের হরিসভাপাড়া এলাকায় সাধারন গ্রন্থাগার ভবনে অনুষ্ঠিত হলো সারা বাংলা অফলাইন, অনলাইন যোগাসন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান। নর্থ ক্যালকাটা যোগায়ন ও নবদ্বীপ যোগায়নের উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতায় অংশ নেয় বিভিন্ন বয়সের পাঁচ শতাধিক প্রতিযোগী।
নবদ্বীপ যোগায়নের ডিরেক্টর গৌর গোপাল সাহা জানান অনলাইনে গত নভেম্বর মাসেই এই প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছিল, আজ রবিবার তার পুরস্কার বিতরনী সহ অফলাইনে চ্যাম্পিয়ান অফ চ্যাম্পিয়ান প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়, সেখানে বয়েজ বিভাগে প্রথম হয় নবদ্বীপের সৃজিত দেবনাথ, ও রানারআপ হয় কৃষ্ণ নগরের দিব্যজিত রায়,আর বালিকা বিভাবে প্রথম হয় হুগলির সৃজা মন্ডল।
পাশাপাশি তিনি আরও জানান এই প্রতিযোগীতায় যেভাবে প্রতিযোগী, বিচারক সহ সকলে স্বতঃস্ফূর্ত ভাবে এগিয়ে এসেছে, তাতে যোগা বা যোগাসন এর ক্ষেত্রে আগামী দিনে একটা ভাল ও সুদৃঢ় পথ দেখা যাচ্ছে, এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবদ্বীপের বিধায়ক পুণ্ডরীকাক্ষ সাহা,রাজ্যের বিভিন্ন প্রান্তের যোগাসন শিক্ষক, বিচারক সহ সমাজের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যাক্তি সহ অসংখ্য যোগ বা যোগাসন অনুরাগী। সব মিলিয়ে শহরের প্রায় প্রাণকেন্দ্রে এ ধরনের ভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ায় খুশি সকলেই।
Gopal Biswas, Nadia- The All Bangla Offline, Online Yoga Competition and Prize Distribution Ceremony was held at the General Library Building in the Hariswapara area of Nabadwip town on Sunday. More than 500 contestants of different age groups took part in the competition organized by North Calcutta Yoga and Nabadwip Jogoyan.
Gaur Gopal Saha, Director of Nabadwip Yogayan, said that the competition was held online in November last year, today the offline champion of champion competition was held on Sunday, where in the boys’ category, Srijit Debnath of Nabadwip became the first and Dibyajit Roy of Krishna Nagar became runner-up, and Srija Mondal of Hooghly became the first in the girls’ category.
He also said that the way the contestants, judges and everyone else came forward spontaneously in this competition, a good and concrete path is being seen in the field of yoga in the coming days, Nabadwip MLA Pundarikaksha Saha, yoga teachers from different parts of the state, judges and prominent people from different walks of life and many yoga or yoga enthusiasts. All M