নদীয়ায় সাংসদের বিরুদ্ধে ক্ষোভ উগরে তৃণমূলে যোগ দিলো জয়ী পঞ্চায়েত মেম্বার,তবে কি এবার পঞ্চায়েত হাতছাড়া হতে চলছে বিজেপির?


গোপাল বিশ্বাস, নদীয়া- ইংরেজি বছরের শুরুতেই নদীয়ায় ফের বিজেপিকে জোড়ালো ধাক্কা দিলো তৃণমূল। তৃণমূল বিধায়কের হাত ধরে পঞ্চায়েত মেম্বার সহ শতাধিক বিজেপি কর্মীর যোগদান তৃণমূলে। এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নদীয়ার শান্তিপুর বাবলা গ্রাম পঞ্চায়েতে। সুত্র মারফত জানা যায় ২০২৩ এর পঞ্চায়েত নির্বাচনে বাবলা পঞ্চায়েতে প্রধান পদের জন্য আসনটি ছিলো তপশিলি উপজাতি সংরক্ষিত আসন, আর তৃণমূলের তরফে এমন কোন জয়ী প্রার্থী ছিলো না, যেখানে বিজেপির দলে ছিলো তপশিলি উপজাতি দু জন জয়ী প্রার্থী, ফলে বোর্ড গঠন করে বিজেপি। আর ঐ পঞ্চায়েতের অন্তর্গত ৫৫ নম্বর বুথের, বিজেপি মেম্বার তারা বাবুরায় শান্তিপুরের বিধায়ক ব্রজো কিশোর গোস্বামীর হাত ধরে শতাধিক বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে। তৃণমূলে যোগ দিয়েই তারা বাবুরায় রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকারের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করেন। তিনি জানান তাকে প্রধান পদের লোভ দেখিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করায় কথা সাংসদ। এমনকি প্রধান নির্বাচন ভোট প্রক্রিয়া চলাকালীন থেকে প্রায় এক মাস তাকে সাংসদের বাড়িতে পরিবারসহ গৃহবন্দী করে রাখা হয় । কিন্তু কালের নিয়মে বাবলা পঞ্চায়েতের প্রধান হন অন্য আরেকজন বিজেপি মেম্বার। তবে পরবর্তীতে জগন্নাথ সরকারকে বারবার জিজ্ঞাসা করলেও কোনরকম কথা বলার প্রয়োজন মনে করেননি সাংসদ।

অবশেষে ধৈর্যের বাঁধ ভেঙে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন পঞ্চায়েত মেম্বার তারা বাবুরায় । তিনি জানান, তিনি সাধারণ মানুষের জন্য, কাজ করার প্রতিশ্রুতিবদ্ধ । সাধারণ মানুষ তাকে এলাকার উন্নতিকল্পে কাজ করার জন্য ভোট দিয়ে ভোটে জিতিয়েছেন । কিন্তু সাংসদ জগন্নাথ সরকার কোন রকম কাজ তাকে করতে দিচ্ছিল না। এমনকি পঞ্চায়েতে গিয়েও তিনি কোন কাজ পাচ্ছিলেন না। এলাকার উন্নতিকল্পে তাই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাজকর্মকে সঙ্গে নিয়ে , আগামী দিনে সাধারণ মানুষের জন্য কাজ করবেন। তাই তৃণমূল কংগ্রেসে এই যোগদান।

এই যোগদান প্রসঙ্গে বিধায়ক ব্রজ কিশোর গোস্বামী জানান, বিগত দিনে তিনি বিজেপি থেকে জয়লাভ করলেও বর্তমানে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন সেবামূলক কাজ এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বের উপর ভরসা করেই ,সাধারণ মানুষের পাশে থেকে কাজ করার জন্য তারা বাবুরায় আজ তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন । শুধু তাই নয় সাংসার জগন্নাথ সরকার তাদেরকে যে মিথ্যে প্রতিশ্রুতি দিয়েছিল তার কোনরকম কোন কাজ হয়নি তাই এই যোগদান। ভবিষ্যতে বাবলা গ্রাম পঞ্চায়েতে তৃণমূল কংগ্রেসের প্রধান হবে ,তার জন্য যা যা প্রশাসনিক কাজকর্ম রয়েছে তা পর্যায়ক্রমে শুরু করা হবে।

যেহেতু প্রধান সিটটি তপশিলি উপজাতি সংরক্ষিত আসন ,তাই তৃণমূলের সেই আসনে কোন প্রার্থী দেওয়া হয়েছিল না। বর্তমানে তারাবাবু রায় যোগদান করায় তৃণমূল প্রধান পদপ্রার্থী পেয়ে গেছে । ভবিষ্যতে বাবলা গ্রাম পঞ্চায়েত তৃণমূল কংগ্রেসের দখলেই আসতে চলেছে সেটা শুধু সময়ের অপেক্ষা। যদিও সাংসদ জগন্নাথ সরকারের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করে তিনি জানান, সকলেই জানি আড়াই বছর না গেলে পঞ্চায়েত ভাঙা বা প্রধান পরিবর্তন করা যায় না, যিনি তৃণমূলে প্রধানের লোভে গিয়েছেন, তিনি আদও আড়াই বছর পর তৃণমূলের থেকে প্রধান হতে পারবেন তো, কারন তখন তৃণমূল দলটা থাকবে কিনা সন্দেহ আছে, এখন তো তৃনমূলে জেল যাত্রা শুরু হয়েছে, পাশাপাশি সাংসদ আরও বলেন যিনি দল পরিবর্তন করেছেন তিনি কিন্তু পূর্বেও বলেছিলো তৃণমূলই তাকে কোথাও একটা আটকে টাকা দিয়ে ভিডিও করেছিলো, তবে যেহেতু ঐ পঞ্চায়েতে প্রধানের আসনটি সংরক্ষিত ছিলো আর দলে দুজন জয়ী প্রার্থী ছিলো আড়াই বছর করে দুজনকে প্রধান করা হবে বলা হয়েছিলো, তবে এখন তৃণমূলের লোভে পটে হয়তো তিনি দল ছেড়েছেন।

Gopal Biswas, Nadia – At the beginning of the English year, the Trinamool again gave a strong blow to the BJP in Nadia. Hundreds of BJP workers along with panchayat members joined the Trinamool MLA. Such a sensational incident happened in Shantipur Babla village panchayat of Nadia. According to sources, the seat for the chief post in Babla Panchayat in 2023 panchayat election was scheduled tribe reserved seat, and there was no winning candidate from Trinamool, whereas BJP had two winning candidates from scheduled tribe, as a result BJP formed the board. And BJP member of booth number 55 belonging to that panchayat, Tara Baburai joined the Trinamool Congress along with hundreds of BJP workers and supporters holding hands of Shantipur MLA Brajo Kishore Goswami. After joining the Trinamool, they made explosive comments against Ranaghat MP Jagannath Sarkar in Babura. He said that the MP is contesting the election by showing him the greed of the chief post. Even he was kept under house arrest along with his family in the MP’s house for about a month from the main election voting process. But in due course another BJP member became the head of Acacia Panchayat. However, even after asking Jagannath Sarkar repeatedly, the MP did not feel the need to speak.

Panchayat member Tara Baburay finally broke the barrier of patience and left BJP to join Trinamool Congress. He said, he is committed to work for the common man. Common people voted him to work for the development of the area. But MP Jagannath Sarkar was not allowing him to do any work. Even going to the panchayat, he could not get any work. For the development of the area, the Chief Minister of the state, along with the work of Mamata Banerjee, will work for the common people in the coming days. Hence this joining of Trinamool Congress.

Regarding this joining, MLA Braj Kishore Goswami said that although he had won from BJP in the past, but now he joined the Trinamool Congress in Babura today, relying on the various service works of Mamata Banerjee and the leadership of Abhishek Banerjee, to work on the side of the common people. Not only this, but the false promises also made by the Sangsa Jagannath government did not work, hence this joining. In future Babla will head the Trinamool Congress in the Gram Panchayat, all the administrative work for him will be started in a phased manner.

Since the main seat is a Scheduled Tribe reserved seat, no Trinamool candidate was fielded in that seat. Currently, the Trinamool has got a chief candidate as Tarababu Roy has joined. It is only a matter of time that Babla Gram Panchayat will come under the control of Trinamool Congress in future. Although MP Jagannath denied all the allegations leveled against the government, he said that everyone knows that panchayats cannot be dissolved or chiefs can be changed before two and a half years have passed. He who has gone to Trinamool chieftainship can become chief from Trinamool after two and a half years, because then the Trinamool party There is a doubt whether there will be, now the jail journey has started in Trinamool, besides the MP also said that he who changed the party but earlier said that Trinamool had arrested him somewhere and made a video, but since the seat of the chief was reserved in that panchayat and there were two and a half winning candidates in the party. It was said that two people will be made chief every year, but now he may have left the party because of the greed of the Trinamool.

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights