নদীয়া আদিবাসী ন্যায় বিচার কমিটির উদ্যোগে নবদ্বীপে জগন্নাথ সরকারের শাস্তির দাবীতে পথ অবরোধের মাধ্যমে বিক্ষোভ


গোপাল বিশ্বাস -নদীয়া- সম্প্রতি নদীয়ার শান্তি পুরের আরবান্দি এলাকায় রানাঘাটের বিদায়ী সাংসদ জগন্নাথ সরকার এর বিরুদ্ধে এক আদিবাসী যুবককে মারধরের অভিযোগ উঠে, যা নিয়ে আহত আদিবাসী যুবককের তরফে ও জগন্নাথ সরকারের তরফে শান্তি পুর থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছিল। এবার এই ঘএনার রেশ এসে পরলো নবদ্বীপে। রবিবার নবদ্বীপ ব্লকের কানাইনগর বটতলা এলাকায় বিকেল আনুমানিক সারে পাঁচটায় নদীয়া আদিবাসী ন্যায় বিচার কমিটির তরফে পথ অবরোধের মাধ্যমে বিক্ষোভ প্রদর্শন করে। তাদের দাবী এই ঘটনায় জগন্নাথ সরকারের দৃষ্টান্ত মূলক শাস্তি চাই, আর তা না হলে এই আন্দোলন চলবে। বেশ কিছু সময় পথ অবরোধ চলার পর খবর পেয়ে ঘটনাস্থলে যায় নবদ্বীপ থানার পুলিশ বাহিনী, পরে পুলিশ প্রশাসনের সাথে কথা বলে তা পথ অবরোধ তুলে নেয়, ও যান চলাচল সচল হয়। পথ অবরোধ তুললেও কানাই নগর বটতলা এলাকায় নদীয়া আদিবাসী ন্যায় বিচার কমিটির তরফে প্রতিবাদ সভা করে।

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights