নদীয়ায় এসে CAA,NRC নিয়ে বিজেপির বিরুদ্ধে সুর চড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়


গোপাল বিশ্বাস -ঃ-নদীয়া-ঃ নির্বাচন আসলেই জাতীয় নাগরিকপঞ্জি নিয়ে সুর চড়ায় বিজেপি। নাগরিক পঞ্জিকে হাতিয়ার করে নির্বাচনের বৈতরণী পার করতে মরিয়া হয়ে ওঠে ভারতীয় জনতা পার্টির নেতাকর্মীরা। আজ নদিয়ার কৃষ্ণনগরে দলীয় জনসভায় যোগদান করতে এসে কার্যত এই ভাষাতেই রাজ্যের প্রধান বিরোধী শিবির বিজেপিকে একহাত নিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এই দিন তিনি কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজ ময়দানে এক দলীয় জনসভায় অংশগ্রহণ করেন। জনসভায় প্রধান বক্তা হিসেবে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপিকে কার্যত তুলোধোনা করেন তৃণমূল সুপ্রিমো। পাশাপাশি তৃণমূলের অন্তঃকলোহ বা গোষ্ঠী কোন্দল প্রসঙ্গে এই দিন সরব হতে দেখা যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে। গোষ্ঠী কোন্দলে  নাম জড়ালে সে বিধায়ক বা দলের যে কোন স্তরের নেতৃত্বই হন না কেন তাঁকে দল থেকে বাদ দিয়ে দেওয়া হবে বলে এই দিনের জনসভা থেকে হুঁশিয়ারি দেন তিনি। এছাড়াও দলের অভ্যন্তরে থেকে স্বতঃস্ফূর্তভাবে কাজ করার পরামর্শ দেন মুখ্যমন্ত্রী। দলীয়ভাবে সার্বিক উন্নয়নমূলক ও পরিষেবা মূলক কাজকর্ম দেখাশোনা করার জন্য কো-অর্ডিনেশন কমিটি তৈরি করে দেন তৃণমূল সুপ্রিমো। যার প্রধান দায়িত্বে থাকছেন সাংসদ মহুয়া মৈত্র ও নবদ্বীপ বিধানসভা কেন্দ্রের পঞ্চম বারের বিধায়ক পুন্ডরীকাক্ষ সাহা (নন্দ সাহা)। ২০২৪ এর নির্বাচনে বিজেপি কোনভাবেই এই রাজ্যে ক্ষমতা দখল করতে পারবে না। কারণ ইতিমধ্যেই বিভিন্ন রাজ্যে বিজেপি ধরাশায়ী হয়ে গিয়েছে বলেও এই দিন আশ্বাস দেন তিনি। এই প্রসঙ্গে সংগঠনকে আরো মজবুত করে তুলতে দলীয় নেতৃত্বদের এক জোট হয়ে কাজ করার পরামর্শ দেন তিনি পাশাপাশি দলীয় কর্মকাণ্ডকে ত্বরান্বিত করতে ছাত্র যুব ও মা বোনেদের আরও বেশি করে কাজে লাগানোর কথা বলেন তিনি। মারণ ব্যাধি ডেঙ্গি নিয়েও এই দিন সতর্কতা বাণী শোনা যায় রাজ্যের প্রশাসনিক প্রধান মুখ্যমন্ত্রীর গলায়। ডেঙ্গি প্রতিরোধ করতে প্রতিটি পৌরসভা ও পঞ্চায়েত কর্মীদের উদ্দেশ্যে এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন ও আবর্জনা মুক্ত রাখার বিষয়ে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করার নির্দেশ দেন তিনি। এছাড়াও এদিনের জনসভা থেকে আগামী পঞ্চায়েত নির্বাচনকে পাখির চোখ করে সংগঠনকে আরো মজবুত করে তোলার লক্ষ্যে দলীয় নেতাকর্মীদের পরামর্শ দেন তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
Gopal Biswas–Nadia-: The election is actually about the National Register of Citizens. Bharatiya Janata Party (BJP) leaders and activists were desperate to cross the electoral battle by using the National Register of Citizens as a tool. West Bengal Chief Minister and Trinamool Congress supremo Mamata Banerjee on Sunday took a swipe at the bjp, the main opposition camp in the state, while addressing a party rally in Nadia’s Krishnanagar. On this day, he participated in a party public meeting at Krishnanagar Government College Ground. As the main speaker at the rally, the TRINAMOOL supremo virtually attacked the state’s main opposition party, the BJP. At the same time, Mamata Banerjee is seen speaking on this day about the infighting or factional feud of the Trinamool. He warned that if his name is involved in the factional feud, he will be dropped from the party irrespective of whether he is an MLA or a leader at any level of the party. The chief minister also suggested working spontaneously from within the party. The TMC supremo formed a coordination committee to look after the overall development and service activities of the party. It will be headed by MP Mahua Moitra and fifth-time MLA from Nabadwip constituency Pundrikaksha Saha (Nanda Saha). In the 2024 elections, the BJP will not be able to capture power in this state in any way. He also assured that the BJP has already been defeated in various states. In this context, he advised the party leaders to work together to make the organization stronger, as well as to make more use of the student youth and mothers and sisters to accelerate the activities of the party. On this day, a warning message was also heard in the throat of the chief minister, the administrative head of the state, about the deadly disease dengue. In order to prevent dengue, he directed the employees of every municipality and panchayat to take extra precautions to keep the area clean and garbage-free. Tmc supremo and State Chief Minister Mamata Banerjee also advised the party leaders and workers to make the organisation stronger by making the upcoming panchayat elections a bird’s eye.

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights