নন্দীগ্রামে পরিচালন কমিটি নির্বাচন


অরিজিৎ মাইতিঃ নন্দীগ্রামে পরিচালন কমিটি নির্বাচনকে ঘিরে তৃণমূলের গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে উঠেছে। যেখানে দেখা যাচ্ছে এই হাইস্কুলের ধর্ম নিরপেক্ষ জোট ছয়টি আসনে প্রার্থী দিয়েছে। অপরদিকে তৃণমূলের দুই গোষ্ঠী প্রথমত নন্দীগ্রাম এক ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি স্বদেশ দাসের গোষ্ঠী, অপরদিকে তমলুক সাংগঠনিক জেলা নব নিযুক্ত চেয়ারম্যান পীযূষ ভূঁইয়ার নেতৃত্বে এলাকার প্রধান শামসুল রহমানের নেতৃত্বে, অপর গোষ্ঠীর কোন্দল প্রকাশ্যে চলে এসেছে। এলাকায় উত্তেজনা থাকায় ব্যাপক পুলিশি প্রহরার ব্যবস্থা করা হয়েছে।

Arijit Maiti: Trinamool’s factional feud over the election of the managing committee in Nandigram has come out in the open. It is seen that the secular alliance of this high school has fielded candidates in six seats. On the other hand, the two factions of the Trinamool, first of all, the group of Swadesh Das, the president of Nandigram one block Trinamool Congress, and on the other hand, the newly appointed chairman of Tamluk organizational district, Pijush Bhuiyan, led by the head of the area Shamsul Rahman. Due to tension in the area, elaborate police security arrangements have been made.

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights