নাটক আলোচনা


ইন্দ্রজিৎ আইচঃ এখনকার প্রতিটা মানুষ খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে পথ হাঁটছে। আমরা সকলেই কম বেশি জীবনের নানা সমস্যায় জর্জরিত। অর্থনৈতিক, সামাজিক সমস্যার পাশাপাশি ব্যাক্তি জীবনেও নানা ঘাত প্রতিঘাতে আমাদের মন ভালোনেই।বর্তমান সময়ে প্রতিটা পরিবারে কিছু না কিছু সমস্যা রয়েছে। সেই সমস্যা যখন আরো বাড়তে থাকে তখন সেই পরিবারটা শেষ হয়ে যায় তিলে তিলে। ১৯৮০ সালে বোম্বের মিল ওয়ার্কারদের নিয়ে বিখ্যাত মারাঠি নাট্যকার জয়ন্ত পাওয়ার লিখেছিলেন তার জনপ্রিয় নাটক “আধান্তর”। রঙ্গকর্মীর প্রতিষ্ঠাতা প্রয়াত নাট্য নির্দেশিকা ও অভিনেত্রী
উষা গাঙ্গুলীর অনুপ্রেরণায় সেই নাটক মারাঠি ভাষা থেকে হিন্দি অনুবাদ করেছেন কৈলাশ সিঙ্গার। সেই হিন্দি নাটক “অভি রাত বাকি হ‍্যায়” সম্প্রতি একাডেমী হলে মঞ্চস্থ হলো। নাট্যরূপ ও নির্দেশনা সৌতি চক্রবর্তী। এই নাটকটি একটা অতি সাধারণ গরীব পরিবারকে কেন্দ্র করে মঞ্চস্থ হয়েছে। যে পরিবারে রয়েছে তিন ভাই, এক বোন আর মা। তাদের ভাই বোনের আলাদা আলাদা স্বপ্ন, কেউ হতে চায় গুন্ডা, কেউ সাহিত্যিক কেউ আবার লক্ষ বিহীন মানুষ। সকলের বাঁচার জন্য চাই টাকা, বোন কারখানা থেকে যে টাকা পায় তাতে তার চলে না বলে দেহ ব্যবসা করতে যায়। প্রত্যেকের বাঁচার জন্য চাই টাকা, কিন্তু সৎ ভাবে বেঁচে থাকার অর্থ কি। পরিবারের সকলেই এক গভীর অজানা আশঙ্কায় ভুগতে থাকে। শেষমেষ এক খারাপ পরিণতির দিকে এগিয়ে যায় পুরো পরিবার।

অসাধারণ একটি নাটক “আভি রাত বাকি হ‍্যায়” রঙ্গকর্মীর এই নতুন নাটকটি এখনকার সময় উপযোগী নাটক। এই নাটকে মূল চরিত্র গুলোয় অভিনয় করেছেন (বড় ছেলে বাবা) শুভম, (মেজো ছেলে নাড়ু) দিপেস রজক, (ছোট ছেলে মোহন) ওম তেওয়ারী, (মেয়ে মঞ্জু) স্নেহা রায়, (জামাই রানে) অনিরুদ্ধ সরকার, (মা) রঞ্জিনি ঘোষ, (নাড়ুর সঙ্গী বাটার) রহত নাদিম,
(বড় ছেলের বন্ধু সতীশ) শঙ্কর দে, (মামি) শ্রেয়া খৈতান। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন অভিষেক, বাপ্পা, অরিজিৎ ও সুভাষ। এই নাটকে সৌমেন চক্রবর্তীর আলো মন্দ নয়। এই নাটক বর্তমান সময়ের এক জ্বলন্ত উদাহরণ। পরিচালকের মুন্সিয়ানায় নাটকটি সকলের নজর কাড়বে।

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights