“নব পরিচয় পত্রিকা”-র দশ বছর পূর্তি


বটুকৃষ্ণ হালদারঃ গত ১৯/১২/২০২১ তারিখে রাজারহাটের ঐতিহ্যবাহী পত্রিকা,বিশ্ববঙ্গ বাংলা সাহিত্য একাডেমি অনুমোদিত “নব পরিচয় পত্রিকা” তাঁর ১০ বছর পূর্ণ করলো শারদ সংখ্যা ও কবিতা সংকলন প্রকাশের মধ্যদিয়ে।উক্ত অনুষ্ঠানটি রাজারহাট থানার কাছে যুব সংঘ ক্লাবে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথী হিসাবে উপস্থিত ছিলেন লক্ষীকান্ত সরকার ও ভারতী মুখোপাধ্যায়। ওনাদেরকে ফুল এবং উত্তরীয়,ব্যাজ পরিয়ে বরণ করে নেওয়া হয়েছিল। এছাড়া নব পরিচয়ের সম্পাদক -শ্রী সমরেশ পর্বত, সহঃসম্পাদক-মধুসূদন দাস, স্বপন কুমার সাহা, কাশীনাথ কর্মকার প্রমুখ ব্যক্তি বর্গ। অনুষ্ঠান সূচনা রবীন্দ্র সংঙ্গীতের মধ্যদিয়ে, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অসংখ্য নামি-দামি গুণি-মান্যি সাহিত্যিক ও কবিরা। অনুষ্ঠানে সকলের কবিতা পাঠ মনোমুগ্ধকর, সকলকে মানপত্র দিয়ে স্মারক সম্মানে সম্মানিত করা হয়েছে। অনুষ্ঠানটি গান ও কবিতা পাঠের মধ্যদিয়ে শেষ পর্যন্ত খুব সুন্দর ভাবে সু-সম্পূর্ণ্য হয়েছে।

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights