মোহাম্মদ জাকারিয়াঃ উত্তর দিনাজপুরঃ সম্প্রতি পঁচিশে ফেব্রুয়ারি থেকে ডালখোলা শ্রী অগ্রসন মহাবিদ্যালয় এর প্রথম সেমিস্টারের অথাৎ প্রথম বর্ষের পরীক্ষা শুরু হয়েছে। ইটাহার ডঃ মেঘনাদ সাহা কলেজে পরীক্ষা বোর্ড পড়েছে, যা ডালখোলা কলেজ থেকে প্রায় ৭০ কিমি দূরে। ছাত্র-ছাত্রীরা কিভাবে পরীক্ষা দিতে যাবে সঠিক সময়ের মধ্যে সেদিকে লক্ষ্য রেখে বিনামূল্যে দুটি বাস চালু করেছেন করণদিঘীর বিধায়ক। তাই অনেক পরীক্ষার্থীদের পথ চলতি বাসে যাতায়াত করতে হয়। কিন্তু বাসে স্টুডেন্টদের কাছে অর্ধেক ভাড়া না নিয়ে সম্পূর্ণ ভাড়া নেওয়ার অভিযোগ উঠে বলে জানা যায়। ডালখোলা কলেজের বেশ কিছু সংখ্যক ছাত্র ছাত্রীর বাসে যাওয়া আসা করে পরীক্ষা দেয় বলে জানা যায়, তাতে বাসে সম্পূর্ণ ভাড়া নেই বলেও জানা যায়। বুধবার এই নিয়ে Sfi উত্তর দিনাজপুর জেলা কমিটির পক্ষ থেকে NBSTC, DIVISIONAL MANAGER কাছে ছাত্র- ছাত্রীদের হাফ ভাড়ার দাবিতে ডেপুটেশন প্রদান করা হয়। এদিন উপস্থিত ছিলেন জেলা সম্পাদন কুসান ভূমিকসহ সম্পাদক বিবেক বর্মন সহ অন্যান্য জেলা নেতৃত্ব।
Mohammad Zakaria: The first year examination of the first semester of Dalkhola Sri Agrasen College has started from February 25. The examination board is at Dr Meghnad Saha College in Itaha, which is around 70 km from Dalkhola College. The Karandighi MLA has introduced two free buses keeping in mind how the students can take the exams in the right time. So many examinees have to travel on the bus on the way. But it is known that the students in the bus are accused of taking full fare without charging half the fare. It is known that a number of students of Dalkhola College come to the bus and take the exam, so it is also known that there is no full fare in the bus. On Wednesday, the SFI North Dinajpur District Committee gave a deputation to the NBSTC, DIVISIONAL MANAGER demanding half fare of the students. District Editor Kusan Bhumik, Secretary Vivek Barman and other district leaders were present on the occasion.