হলদিয়া: গুজরাট রাজ্যের দাহদ এলাকার বাসিন্দা বাবর ধনি বেহেন নামে এক গৃহবধূ ৬ বছর আগে নিখোঁজ হয়ে যায়৷ পরিবারের পক্ষ থেকে স্থানীয় থানায় অভিযোগ দায়ের করা হয়েছিলো৷ দীর্ঘ ৬ বছর পর পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম থানার পুলিশের চেস্টায় পরিবারের হাতে তুলে দেওয়া হয়। পরিবারের লোকজনদের কাছে পেয়ে বেজায় খুশি বাবর ধনি বেহেন। জানা গিয়েছে, ২০২২ সালে সেপ্টেম্বর মাসে নন্দীগ্রাম থানার তারাচাঁদবাড় এলাকায় মহিলাটি ইতস্তত ভাবে ঘোরাফেরা করছিলো। আমরা উদ্ধার করে কাউন্সিলিং এর জন্য হলদিয়ার বাসুদেবপুরে স্নেহ নীড়ে রাখা হয়। সেখানে রেখে তার সেবাশুশ্রূষা করা হয়। ধিরে ধিরে সুস্থ হয়ে ওঠে। হোমের কর্তৃপক্ষরা একাধিকবার তার ঠিকানা জানার চেস্টা করে। বাড়ির ঠিকানা জানতে পেরে হোম কর্তৃপক্ষ নন্দীগ্রাম থানায় খবর দেয়। নন্দীগ্রাম থানার পুলিশ গুজরাট রাজ্যের দাহদ জেলার পুলিশের সাথে যোগাযোগ করে। অবশেষে বুধবার হোম কর্তৃপক্ষ, নন্দীগ্রাম থানার পুলিশের উপস্থিতিতে পরিবারের হাতে তুলে দেওয়ার ব্যবস্থা করা হয়। সরকারি নিয়ম মেনেই পরিবারের হাতে তুলে দেওয়া হয়। প্রায় ৬ মাস ধরে বাসুদেবপুর হোমে অন্যান্য আবাসিকদের সাথে থেকে ভালোবাসার মজে গিয়েছিলো। হোমার অন্যান্যরাও তাকে কাছে পেয়ে বেজায় খুশিতে ছিলো। বাড়ি ফিরে যাওয়ার খবর শুনে তাদের চোখেও জল চলে আসে। চোখে জল এলেও তারাও মন থেকে খুশি। নন্দীগ্রাম থানার আইসি সুমন চৌধুরি জানান, আমরা গৃহবধূকে তার পরিবারের হাতে তুলে দিতে পেরে খুব ভালো লাগছে। হোমের কাউন্সিলিংয়ের দায়িত্বে থাকা পুজা সাহু জানান, নন্দীগ্রাম থানার পুলিশ এক ভবঘুরে গৃহবধূকে আমাদের হোমে পাঠায় ৷ আমরা কাউন্সিলিং করে তার বাড়ির ঠিকানা জানতে পারি৷ নন্দীগ্রাম থানা ও জেলা পুলিশ ঠিকানা কনফার্ম করেন। তার পর সরকারি গাইডলাইন মেনে পরিবারের হাতে তুলে দেওয়া হয়।
Haldia: Babar Dhani Behen, a housewife from Dhahad area of Gujarat state, went missing six years ago after the family lodged a complaint with the local police station. Babar Dhani Behen is happy to get to the family members. It is learned that in September 2022, the woman was roaming around in Tarachandbad area of Nandigram police station. We rescued and kept affection in Basudebpur of Haldia for counselling. He was kept there and his service was taken care of. Slowly he recovers. The home authorities tried to know his address more than once. After getting to know the address of the house, the home authorities informed the Nandigram police station. Police from Nandigram police station contacted the police in Dahad district of Gujarat state. Finally, on Wednesday, arrangements were made to hand it over to the family in the presence of the home authorities, Nandigram police station. It was handed over to the family in accordance with government rules. For nearly six months, basudebpur home was in love with other residents. Homer’s others were also very happy to have him close. Hearing the news of returning home, their eyes also watered. Even if they have tears in their eyes, they are also happy from the heart. “We are very happy to hand over the housewife to her family,” said Suman Chowdhury, ic of Nandigram police station. Pooja Sahu, who is in charge of the counselling of the home, said, “The nandigram police station sent a vagabond housewife to our home. After that, he was handed over to the family in accordance with the government guidelines.