ভারত সেবাশ্রমে বৈদিক শান্তি যজ্ঞ


ইন্দ্রজিৎ আইচঃ বিশ্ব জুড়ে অশান্তির বাতাবরন থেকে শান্তি ফিরিয়ে আনতে ভারত সেবাশ্রম সঙ্ঘের গ্রামীণ সেবাকেন্দ্র মন্মথপুর প্রণব মন্দিরের বার্ষিক মহোৎসব উপলক্ষে বৈদিক শান্তি যজ্ঞ ও  হিন্দুধর্ম সংস্কৃতি সম্মেলন অনুষ্ঠিত হল।
এই উপলক্ষ্যে তিনদিন ব্যাপি নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সঙ্ঘের রীতি মেনে স্বামী প্রণবানন্দজী মহারাজের ১২৭তম আবির্ভাব বর্ষকে পাথেয় করে পঞ্চম বার্ষিকি মহোৎসবে তিনদিক দিয়ে শোভাযাত্রা সহকারে শতশত ভক্ত ও মায়েরা কালনাগিনী নদী থেকে জল নিয়ে আসেন মহাভিষেকের জন্য৷ ১২৭টি পদ রান্না করে অন্নকূট ভোগ নিবেদন করেন৷  দুঃস্থদের কম্বল বিতরণ থেকে হরিনাম সংকীর্তণ, প্রায় শতাধিক সাধন দীক্ষা  সহ নানা অনুষ্ঠানে অংশ নেন দক্ষিণ ২৪ পরগনার ঢোলাহাট থানার রবীন্দ্র গ্রাম পঞ্চায়েতের কয়েক হাজার মানুষ।
Indrajit Aich: Vedic Shanti Yagna and Hinduism Sanskriti Sammelan were held on the occasion of the annual festival of Manmathapur Pranab Temple, the rural service center of Bharat Sevashram Sangha, to restore peace from the atmosphere of unrest across the world.  On this occasion, various programs were organized for three days. Hundreds of devotees and mothers brought water from kalnagini river for mahabhishek in the fifth anniversary festival of Swami Pranabanandaji Maharaj’s 127th birth anniversary.

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights