ইন্দ্রজিৎ আইচঃ ছোটবেলা থেকেই ছেলে মেয়েদের মধ্যে নীতি ও আদর্শবোধ গড়ে তুলতে এবার ইংরেজি মাধ্যম স্কুলে নীতি শিক্ষার ক্লাস শুরু করলো ভারত সেবাশ্রম সংঘ। দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারের মতো রাজ্যের প্রত্যন্ত এলাকায় প্রকৃত মানুষ গড়তে স্বামী প্রণবানন্দ সেন্টিনারি স্কুলেই সাধারণ ক্লাসের পাশাপাশি নিয়ম করে এই নীতি শিক্ষার ক্লাস দেওয়া হচ্ছে । সামাজিক কাজের জন্য এমনিতেই দেশজোড়া নাম ভারত সেবাশ্রমের। আর্তের উদ্ধার হোক বা বন্যা-খরা কবলিতদের সাহায্যার্থে বরাবরই সবার আগে দেখা যায় এই প্রতিষ্ঠানকে। আর সঙ্ঘের সেই লক্ষ্যকে মাথায় রেখে সেন্টিনারি স্কুলের মাধ্যমে পড়ুয়াদের নীতিশিক্ষার উপর বিশেষ জোর দিচ্ছে ভারত সেবাশ্রম সঙ্ঘ। স্কুলের সেক্রেটারি তপন মজুমদার জানান, শুধু পড়ুয়াদেরই নয়, এর পাশাপাশি অভিভাবকদেরও নীতিশিক্ষার পাঠ দেওয়া হয় এখানে ।
Indrajit Aich: Bharat Sevashram Sangha has started policy education classes in English medium schools to inculcate a sense of ethics and ideals among boys and girls since childhood. In order to create real people in remote areas of the state like Diamond Harbour in South 24 Parganas, the Swami Pranabananda Centenary School is offering classes in addition to the general classes. For social work, the country’s name is Bharat Sevashram. Whether it is the rescue of art or the help of flood-drought victims, this institution is always seen first. And keeping in mind that goal of the Sangh, the Bharat Sevashram Sangha is giving special emphasis on moral education of the students through the Centenary School. Tapan Majumdar, secretary of the school, said that not only the students, but also the parents are taught ethics education here.