ভারত সেবাশ্রম সঙ্ঘে ত্রিশুল উৎসব


ইন্দ্রজিৎ আইচঃ পুণ্যময়ী পৌষ পূর্ণিমা উপলক্ষে ত্রিশুল উৎসব পালিত হচ্ছে রাজ্য জুড়ে। এই দিনে ভারত সেবাশ্রম সঙ্ঘের প্রতিষ্ঠাতা স্বামী প্রণবানন্দজী মহারাজ জগতের কল্যাণে শ্রীশ্রী ত্রিশূল উৎসবের সুচনা করেছিলেন ৷ তখন তিনি বাংলাদেশের বাজিতপুরের ব্রহ্মচারী বিনোদ। সাধন কুটিরে বসেই নিজের হাতের ত্রিশূলটি মাটিতে পুঁতে দৃঢ় সঙ্কল্প নিয়ে পদ্মাসনে বসেন। যতক্ষণ “সিদ্ধি” লাভ না করতে পারবেন ততক্ষণ এই আসন পরিত্যাগ করবেন না বলে প্রতিজ্ঞা করেন । দীর্ঘ একমাস এভাবে পদ্মাসনে বসে পূণ্যময়ী শ্রীশ্রী মাঘী পূর্ণিমার গোধুলী লগ্নে সিদ্ধিলাভ করেছিলেন। পৌষ পূর্ণিমা থেকে মাঘীপূর্ণিমা এই
এক মাসকে সঙ্ঘাশ্রিত ভক্তগণ ” সঙ্কল্প মাস ” বলেই জানেন। তাই এই দিন পৌষ পূর্ণিমায় কলকাতার বালিগঞ্জ সঙ্ঘের প্রধান কার্যালয় ও বিভিন্ন শাখা সহ হিন্দু মিলন মন্দিরের সাথে উত্তর ২৪ পরগণা জেলার ভারত সেবাশ্রম সঙ্ঘের কানমারী প্রণবানন্দ গ্রামীণ সেবাকেন্দ্রে ত্রিশূল পূর্ণিমা ও সঙ্ঘদর্শন পাঠের মাধ্যমে শত শত ভক্তনিয়ে বিশেষ অনুষ্ঠান পালিত হয় ৷

Indrajit Aich: Trishul festival is being celebrated across the state on the occasion of Punyamoyee Paush Purnima. On this day, Swami Pranabanandaji Maharaj, the founder of Bharat Sevashram Sangha, had initiated the Sri Sri Trishul festival for the welfare of the world. Sadhan sits in the cottage and sits on the Padmasana with a firm resolve to bury the trident of his hand on the ground. He vowed not to give up this seat until he could attain “perfection”. For a long month, sitting on the Padmasana in this way, the pious Sri Sri Maghi attained perfection in the twilight of the full moon. From Paush Purnima to Maghi Purnima this One month is known as the “Sankalp Month” by the devotees. Therefore, on this day, a special program is celebrated with hundreds of devotees by reciting Trishul Purnima and Sanghadarshan at the Kanmari Pranabananda Grameen Seva Kendra of Bharat Sevashram Sangha in North 24 Parganas district along with the Hindu Milan Temple along with the head office and various branches of the Ballygunge Sangha in Kolkata.

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights