বিশ্বজিৎ নাথঃ বৃহস্পতিবার ভোর রাতে ভাটপাড়া থানার কাঁকিনাড়ার দুই নম্বর গলি থেকে তিন বাইক চোরকে গ্রেপ্তার করেছে নোয়াপাড়া থানার পুলিশ। গত ২১ নভেম্বর নোয়াপাড়া থানার ইছাপুর সোদলা ট্যাঙ্ক রোড থেকে একটি নীল রঙের পালসার বাইক চুরি হয়েছিল। অভিযোগের ভিত্তিতে নোয়াপাড়া থানার পুলিশ তদন্তে নেমে কাঁকিনাড়া থেকে তিনজনকে পাকড়াও করেছে। ধৃতদের নাম মহম্মদ সিরাজ, শামীম আহমেদ ও মহম্মদ মোজাহার। জানা গিয়েছে, সিরাজের বাড়ি নোয়াপাড়া থানার গারুলিয়ার গোয়াবাগান এলাকায় এবং শামীম ও মোজাহার কাঁকিনাড়ার বাসিন্দা।