শৈশব ফিরে দেখলেন প্রবীণরা


সম্প্রতি কলকাতা শহরের উপকণ্ঠে আমতলার কাছে জাগৃতি ধামের তরফে অনুষ্ঠিত হল “আমার শৈশব – রিমেম্বারিং দ্য পাস্ট”। অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত সন্তুর শিল্পী পণ্ডিত তরুণ ভট্টাচার্য। গোটা দিনের অনুষ্ঠান সেজে ওঠে ৬০-৮৭ বছর বয়সি প্রবীণদের উচ্ছ্বাস ও কোলাহলে। আয়োজিত ছিল ক্যারম ও গল্প বলার প্রতিযোগিতা, ছিল চিরন্তনী পোশাকের ওপর পুরস্কার, হাতের কাজের প্রদর্শনী ও অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠান। সঙ্গে ছিল ডিজিটাল মাধ্যমে কুইজের আয়োজনও, যেখানে প্রশ্নের বিষয় রাখা হয় পুরোনো দিনের বাংলা-হিন্দি সিনেমার গান, কলকাতার আনাচ-কানাচ, বিখ্যাত ব্যক্তিত্বদের প্রসঙ্গে। অংশগ্রহণে ছিলেন ডিগনিটি ফাউন্ডেশন, বরিষ্ঠ নাগরিক মঞ্চ এবং ইমোহা-র প্রবীণ সদস্যরা। উল্লেখ্য, পূর্ব ভারতের প্রথম ‘গ্রিন-সার্টিফায়েড লিভিং সেন্টার’ জাগৃতি ধাম, ইনফিনিটি গ্রূপের এক অন্যতম প্রয়াস। আবাসিকদের জন্য সেখানে যেসব উন্নত প্রযুক্তি ও ব্যবস্থা রয়েছে, সেগুলিও ঘুরিয়ে দেখানো হয় অনুষ্ঠানে অংশগ্রহণকারী শতাধিক প্রবীণকে।

Jagriti Dham, an Infinity initiative organized “Amar Shoishob – Remembering the Past,” which was graced by the presence of renowned Santoor Legend Pandit Tarun Bhattacharya as the chief guest and captured the hearts of the elderly attendees, aged between 60 and 87. Various activities and competitions took place throughout the day, including carrom contests and storytelling sessions. Also, the attendees who showcased timeless ethnic attire received awards for the same. The event’s highlight was the digital quiz round, which encompassed old Bengali-Hindi melodies, captivating anecdotes from Kolkata’s past, and the stories of famous personalities.  The elderly attendees of Dignity Foundation, Varishtha Nagarik Mancha, and Emoha thoroughly enjoyed the event. Jagriti Dham, the first ‘Green Certified Living Centre in Eastern India, took the opportunity to showcase its advanced technologies and exceptional facilities to the elderly attendees during the event.

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights