এনসিকন (NSICON) ২০২৪ শেষ হল অঙ্গদানের উপর খুব গুরুত্বপূর্ণ প্যানেল আলোচনার মাধ্যমে / NSICON 2024 ends on a transformative note with landmark panel on Organ Donation


২৩ শে ডিসেম্বর, ২০২৪, কলকাতা: নিউরোলজিক্যাল সোসাইটি অফ ইন্ডিয়ার (এনএসআই) এর ৭২ তম বার্ষিক সম্মেলন এনসিকন (NSICON) শেষ হল একটি বিশেষ প্যানেল আলোচনার মাধ্যমে, যেখানে অঙ্গদান নিয়ে আলোচনা হল। এই আলোচনায় উপস্থিত ছিলেন ডঃ দলজিৎ সিং, সভাপতি, এনএসআই (NSI), ডঃ মানস পানিগ্রাহী, ডঃ কৃশ শ্রীধর, সচিব, এনএসআই (NSI), ডঃ এল এন ত্রিপাঠি, কার্যনির্বাহী সচিব, এনসিকন (NSICON) ২০২৪ এবং ডঃ কৌশিক শীল, যুগ্ম সাংগঠনিক সচিব। এই অনুষ্ঠান আয়োজিত হয়েছিল আইটিসি রয়্যাল বেঙ্গল এবং সোনারে। বলাই বাহুল্য, এই ইভেন্ট ছিল নিউরোসায়েন্সের সবচেয়ে উল্লেখযোগ্য অ্যাকাডেমিক, সামাজিক এবং সাংস্কৃতিক মিলনমেলা, যা প্রায় তিন দশক পর কলকাতায় হল।

১৯ শে ডিসেম্বর থেকে ২২ শে ডিসেম্বর, এই চার দিন, ১৫০০ জনের বেশি নিউরোসার্জন, নিউরোলজিস্ট, নিউরো-প্যাথোলজিস্ট, নিউরো-রেডিওলজিস্ট, নিউরো-অ্যানেসথেটিস্ট, নিউরো নার্স এবং অন্যান্য নিউরো সায়েনস্টিস্ট এই কনফারেন্সে যোগদান করেন। এই ইভেন্টে ছিল বিভিন্ন কাটিং এজ বৈজ্ঞানিক জ্ঞানসমূহ, হাতেকলমে ওয়ার্কশপ, সাংস্কৃতিক শোকেস, বিভিন্ন সেশন যেখানে সমসাময়িক মেডিক্যাল ও মেডিক্যালের বাইরের নিয়ে আলোচনা হয়। খ্যাতনামা আন্তর্জাতিক ডেলিগেট তাদের বক্তব্য রাখেন এবং বিশেষ লেকচার দেন, যা এনসিকন (NSICON) কে একটি অত্যাধুনিক বিশ্বজনীন প্ল্যাটফর্ম হিসেবে তুলে ধরে।

এনসিকন (NSICON) ২০২৪ এই বছর গতানুগতিক বৈজ্ঞানিক সেশনের বাইরে গিয়ে এই বছর অন্তর্ভুক্ত করেছিল জনস্বাস্থ্য এবং সাংস্কৃতিক হেরিটেজ সম্বলিত বিষয়। প্রি-কনফারেন্স ডে, অর্থাৎ ১৮ই ডিসেম্বর ২০২৪, পাঁচটি হাতেকলমে ওয়ার্কশপ করানো হয় এনআরএস মেডিক্যাল কলেজ এবং বিআইএন, পার্ক ক্লিনিকে। এর লক্ষ্য ছিল জটিল নিউরোলজিক্যাল পরিস্থিতিতে কিভাবে অত্যাধুনিক চিকিৎসা করতে হবে। এক সেশনগুলোয় কমবয়সী বিশেষজ্ঞরা ক্যাডাভেরিক ও মডেল ভিত্তিক সিমুলেশন নিয়ে বাস্তব জ্ঞান ও কৌশল জানতে পারে।

এই কনফারেন্স জুড়ে উপস্থিত সকলকে ভারতের স্থানীয় এবং জাতীয় হেরিটেজ সম্বলিত সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়। মেডিকেলের বাইরের মানুষদের এনে মেডিসিনে এথিকসের মত এবং সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা ইভেন্টের গুরুত্ব, বৈচিত্র্য ও প্রভাব অনেকটাই বাড়িয়েছিল।

অনুষ্ঠানের শেষ দিনের অন্যতম আকর্ষণ ছিল অঙ্গদানের উপর প্যানেল আলোচনা, যা তুলে ধরেছিল প্রাণ বাঁচানোর মত মহানুভব একটি দিক। ভারতে স্রেফ অঙ্গ প্রতিস্থাপনের অভাবে রোজ ৬০০০ মানুষ মারা যান। এই আলোচনায় তুলে ধরায় যে সচেতনতা এবং যোগদান কেন এত গুরুত্বপূর্ণ। এছাড়া যারা এই প্যানেল আলোচনায় যোগদান করেছেন, তাদের বোঝানোর চেষ্টা করা হয় অঙ্গ দানের পুরো প্রক্রিয়া নিয়ে, অঙ্গ দানের মাপকাঠি এবং কি কি মিথ রয়েছে যার জন্য অনেকে অঙ্গ দানের ক্ষেত্রে দ্বিধাগ্রস্ত থাকেন।

ডঃ এল এন ত্রিপাঠি, কার্যনির্বাহী সচিব, এনসিকন (NSICON) ২০২৪, জানান,” এই বছরের এনসিকন (NSICON) সত্যি অনেক বড় ইভেন্ট ছিল, শুধু যে নিউরো সায়েন্স কমিউনিটির জন্য এমন নয়। সামাজিক বিভিন্ন ইস্যু তুলে আলোচনা করা হয়। আমরা সাধারণ বৈজ্ঞানিক সেশনের বাইরে গিয়ে আলোচনা করি, যেখানে জন স্বাস্থ্য এবং সাংস্কৃতিক ঐতিহ্যের মত বিষয় ছিল। প্যানেল আলোচনা শেষ হয় ‘অঙ্গদান’ বিষয় নিয়ে। আমরা এই বিষয় বেছে নিয়েছিলাম কারণ অঙ্গদান জীবনের একটি উপহার। বলাই বাহুল্য, আমাদের উচিত সমাজে অঙ্গদান নিয়ে যেই মিথ আছে, সেগুলো ভেঙে দেওয়া। এছাড়া আরো বেশি মানুষকে অঙ্গদানের জন্য এগিয়ে আসতে অনুপ্রেরণা দেওয়া, যাতে আরও বেশি মানুষ অঙ্গ দান করেন। প্রতি ১৭ মিনিটে মানুষ মারা যাচ্ছেন অঙ্গ প্রতিস্থাপন হচ্ছে না বলে। প্রতি ১৩ মিনিট কেউ না কেউ যুক্ত হচ্ছে ওয়েটিং লিস্টে। অঙ্গের সত্যি অনেক প্রয়োজন। একজন সাধারণ অঙ্গদাতা সাত জন অবধি মানুষের প্রাণ বাঁচাতে পারে। আজকের সেশন শুধুমাত্র যে সচেতনতা মূলক একটি প্রয়াস তা নয়, একটি ধাপ এগানো পরিবর্তনের পথে, যা ইতিবাচক প্রভাব ফেলতে পারে।” কনফারেন্স জুড়ে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান পালিত হয়, যেগুলো ভারতের স্থানীয় এবং জাতীয় হেরিটেজের উপর ভাবনা করে উদযাপিত হয়েছে। মেডিকেলের বাইরের মানুষদের মেডিসিনে এথিকস এবং একাধিক বর্তমান সময়ের উপর বিষয় দেওয়া হয়, যা অনুষ্ঠানটিকে একটি আলাদা মাত্রা এবং বৈচিত্র্যের রকমফের এনে দিয়েছে।

23rd December’24, Kolkata: NSICON 2024, the 72nd Annual Conference of the Neurological Society of India (NSI), concluded today with a compelling panel discussion focused on the importance of organ donation in the presence of Dr Daljit Singh, President NSI, Dr Manas Panigrahi, Dr Krish Sridhar, Secretary NSI, Dr L N Tripathy, Organizing Secretary NSICON 2024 and Dr. Kaushik Sil, Jt. Organizing Secretary, NSICON 2024. Hosted at ITC Royal Bengal and Sonar, this event marked the culmination of one of the most prestigious academic, social, and cultural gatherings in neuroscience, making its return to Kolkata after nearly three decades.

Over four days, from 19th December to 22nd December, more than 1,500 Neurosurgeons, Neurologists, Neuropathologists, Neuroradiologists, Neuroanesthetists, Neuro Nurses, and other Neuroscientists gathered at the conference. The event featured a blend of cutting-edge scientific knowledge, hands-on workshops, cultural showcases, and sessions addressing contemporary medical and non-medical topics. Distinguished international delegates delivered orations and special lectures, making NSICON 2024 a global platform for advancing neuroscience.

NSICON 2024 went beyond its traditional scientific sessions by incorporating public health topics and cultural heritage. The pre-conference day on 18th December’24, featured five hands-on workshops at NRS Medical College and BIN, Park Clinic, focusing on advanced treatments for complex neurological conditions. These sessions provided young specialists with practical knowledge and skills in cadaveric and model-based simulations. Throughout the conference, attendees were treated to vibrant cultural programs celebrating India’s regional and national heritage. The inclusion of non-medical speakers discussing ethics in medicine and other contemporary topics added depth and diversity to the event.

The concluding day’s highlight was the panel discussion on organ donation, which underscored the life-saving potential of this noble act. With India’s staggering statistics of over 6,000 daily deaths due to the unavailability of organs for transplant, the discussion was a call to action for greater awareness and participation. It aimed to educate attendees about the process of organ donation, the eligibility criteria, and the myths that often deter people from donating organs.

Dr. L. N. Tripathy, Organizing Secretary, of NSICON 2024, expressed, “This year’s NSICON has been a monumental event, not just for the neuroscience community but for the broader societal issues we have addressed. It went beyond its traditional scientific sessions by bringing in public health topics and cultural heritage. For our concluding panel discussion, we chose the topic ‘Organ Donation’ as it is a gift of life. It is imperative that we, as a society, dispel the myths surrounding it and encourage more people to consider donating their organs because every 17 minutes, someone dies waiting for a transplant. Every 13 minutes someone is added to the waiting list. There is a huge need for organs. A single organ donor can save up to seven lives. Today’s session was not just an awareness initiative but a step towards inspiring change and creating a positive impact.” Throughout the conference, vibrant cultural programs celebrating India’s regional and national heritage were conducted. The inclusion of non-medical speakers to speak about ethics in medicine and various other contemporary topics gave greater depth and diversity to the event.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights