ইন্দ্রজিৎ আইচঃ গত ১৮ ই ফেব্রুয়ারি ২০২২ শুক্রবার ও টি টি প্লাটফর্ম এ মুক্তি পেয়েছে সৌম্যজিৎ মজুমদার প্রযোজিত ও পরিচালিত ছবি “হোম কামিং”। এই ছবিটি এর মধ্যে অনেকেই দেখে ফেলেছেন। খুব জনপ্রিয় হয়েছে সোশ্যাল মিডিয়াতে। যার কারণে বাইপাসের ধারে অফবিট সিসিইউতে এই ছবিটির একটি সাকসেস পার্টি হয়ে গেল ঠিক দোল উৎসবের আগে। এই হোটেলের রূফটপে এক সাংবাদিক সম্মেলনে হোম কামিংয়ের পরিচালক সৌম্যজিৎ মজুমদার জানালেন এই ছবিটার কাহিনী আমার লেখা। ছবির গল্পটি হল কিছু স্কুলের বন্ধু একসাথে থিয়েটার করে, অভিনয় করে। তাদের মধ্যে কেউ কেউ গান বাজনা করে। তাদের একটা থিয়েটারের দল আছে। একদিন হঠাৎ সেই নাটকের দল ভেঙে যায়। কারণ এক দুর্গা পুজোর রাতে সাত বছর বাদে জানতে পারে তাদের প্রিয় থিয়েটার অঙ্গনটা বিক্রি হয়ে যাচ্ছে, সেখানে একটা মাল্টিপ্লেক্স হবে। তারপর কেউ চলে যায় বিদেশে চাকরি নিয়ে, কেউ ব্যাবসা কেউ অন্য কাজ খুঁজে নেয়। কিন্তু তারা বা তাদের মধ্যে কেউ কেউ বুঝতে পারে বন্ধুত্বের কোনো শেষ নেই। বন্ধুত্ব কোনোদিন মিথ্যে হয়ে যায়না। এক কথায় হারিয়ে যাওয়া বন্ধুত্বের গল্প নিয়ে এই ছবি হোম কামিং। এদিন এই ছবির ট্রেলার দেখানো হলো। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সোহম মজুমদার, তুহিনা দাস, পূজারীনি ঘোষ, অঙ্গনা রায়, অমৃতা সিং মজুমদার, সৌম্যজিৎ ঘোষ, শুভ্র সৌরভ দাস, অপ্রতিম চ্যাটার্জী, অয়ন ভট্টাচার্য, রূপায়ণ পাল, শ্রেয়া ভট্টাচার্য, দীপ্তক চৌধুরী, শ্বেতা চৌধুরী, গৌতম সিদ্ধান্ত, অরিজিৎ হোর প্রমুখ অভিনেতা অভিনেত্রীরা। বিশেষ অতিথি ও সহযোগিতায় ছিলেন মেঘদূত রায় চৌধুরী। পরিচালক সৌমিজিৎ মজুমদার জানালেন এই ছবি হোম কামিং আগামী দিনে নানা ফিল্ম ফেস্টিভ্যালে দেখানো হবে। এই বাংলা ছবিটি সোনি মিউজিকের ইউ টিউব চ্যানেলে দেখা যাবে।